Homeএখন খবরএনকাউন্টার ওয়ালাদের কটাক্ষ করে নিত্যানন্দ জানাল কেউ আমাকে ছুঁতেও পরবেনা

এনকাউন্টার ওয়ালাদের কটাক্ষ করে নিত্যানন্দ জানাল কেউ আমাকে ছুঁতেও পরবেনা

নিজস্ব সংবাদদাতা: এক নয়, একাধিক ধর্ষনে যুক্ত তিনি। মোদী রাজ্যের নিত্যানন্দ স্বামী।  ছোট ছোট ছেলেমেয়ে ও নাবালিকাদের ধর্ষণ এবং অপহরণ করে আশ্রমে আটকে রাখার মতো অনেকগুলি গুরুতর অপরাধে অভিযুক্ত স্বঘোষিত গডম্যান স্বামী নিত্যানন্দ৷ নানা ভক্তিমূলক ও আধ‌্যাত্মিক টিভি চ‌্যানেলে তাঁকে দেখা যেত জ্ঞান দিতে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও সেই চিন্ময়ানন্দ,  আশারাম বাপু এবং বাবা রামরহিমের মতোই একজন ধর্ষকের অভিযোগ তারও বিরুদ্ধে। সেই নিত্যানন্দ জানালেন তাকে ছুঁতেও পরবেনা কেউ । বর্তমানে  দেশ ছেড়ে পালিয়ে এবার আস্ত একটা দ্বীপ কিনে নিজের দেশই তৈরি করে ফেলেন স্বঘোষিত গডম্যান নিত্যানন্দ৷ দেশের নাম ‘কৈলাস’৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নিত্যানন্দর দাবি, এটিই বিশ্বের সবথেকে বড় ও একমাত্র স্বাধীন সার্বভৌম হিন্দু রাষ্ট্র৷ দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর–পশ্চিমে প্রশান্ত মহাসাগরের তীরে রয়েছে ছোট্ট দেশ ইকুয়েডর। ইকুয়েডরের সমুদ্রতীর থেকে কয়েক’শো কিলোমিটার দূরে তিনি একটি দ্বীপ কিনেছেন। সেই দ্বীপেই আশ্রম বানিয়েছেন। ইকুয়েডরের সরকার বলেছে, ওই দ্বীপ তাদের দেশের অংশই নয়। ওটা আন্তর্জাতিক এলাকা। এখানে ইকুয়েডরের হুকুম চলে না।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই অবস্থায় ভারত সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে গেলেন নিত্যানন্দ। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে স্বঘোষিত গডম্যান তথা ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দ বলেছেন, “গ্রেপ্তার করা তো দূরের কথা, আমায় কেউ ছুঁতে পারবে না।” এই হুঁশিয়ারির পর নড়েচড়ে বসেছে বিদেশ মন্ত্রক। নিত্যানন্দর পাসপোর্ট বাতিল করা ছাড়া এ বিষয়ে এখনও পর্যন্ত আর কিছুই করতে পারেনি ভারত সরকার। নিত্যানন্দর নতুন রাষ্ট্র তৈরির দাবি নিয়ে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘‘একটা ওয়েবসাইট তৈরি আর একটা দেশ গঠন কখনওই এক নয়। নিত‌্যানন্দকে দেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।’’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দেশ থেকে পালিয়ে নিত্যানন্দ কয়েকজন অনুগামীকে নিয়ে প্রথমে আশ্রয় নিয়েছিলেন ত্রিনিদাদের একটি দ্বীপে। আন্তর্জাতিক মিডিয়ার দাবি অনুযায়ী, আমেরিকার এক বিখ্যাত কূটনীতিবিদের সাহায্যে রাষ্ট্রসংঘে একটি আবেদন জানিয়েছেন নিত্যানন্দ। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে কৈলাসকে স্বীকৃতি দিতে অনুরোধ করেছেন তিনি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ধর্মগুরু স্বামী নিত্যানন্দর আসল নাম রাজাশেখরণ৷ তিনি জন্মগতভাবে তামিলনাড়ুর বাসিন্দা৷ ২০০০ সালে শুরুর দিকে ওশো রজনীশের আদলে বেঙ্গালুরুতে একটি আশ্রম খোলেন তিনি ৷ এখান থেকেই তাঁর জনপ্রিয়তার শুরু৷ ২০১০ সালে একজন অভিনেত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এই স্বঘোষিত গডম্যানের একটি ভিডিও ভাইরাল হয়। ওই অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও করা হয় নিত্যানন্দকে৷ একাধিকবার যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে এই ধর্মগুরুর৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ধর্ষনের ঘটনায় সাইবারাবাদ পুলিশ এনকাউন্টার করে ৪জনকে গুলি করে মারার পর দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। বহু সেলিব্রেটি সমেত অনেকেই এনকাউন্টারে উল্লসিত। পাশাপশি পাল্টা প্রশ্ন ধর্ষক তো এই তথাকথিত গুরু স্বামীরাও। পুলিশের হিম্মত আছে এঁদের এনকাউন্টার করার ? নাকি পুলিশ ধর্ষকেরও স্ট্যাটাস দেখে এনকাউন্টার করে ? যাদের হয়ে কাঁদার লোক কম, যারা লো প্রোফাইল এনকাউন্টার কি শুধুই তাদের বেলায়! তা’ নাহলে নিত্যানন্দ এত বড় কথা বলে কি করে? 

RELATED ARTICLES

Most Popular