Homeআন্তর্জাতিকস্বাধীন দেশ গড়ছেন ধর্ষণে অভিযুক্ত দেশ ছেড়ে পলাতক নিত্যানন্দ বাবা

স্বাধীন দেশ গড়ছেন ধর্ষণে অভিযুক্ত দেশ ছেড়ে পলাতক নিত্যানন্দ বাবা

নিজস্ব সংবাদদাতা: রীতিমত চমকে ওঠার মতই খবর পাঠিয়েছে একাধিক সংবাদ সংস্থা।একাধিক  ধর্ষণে অভিযুক্ত মোদী রাজ্যের  স্বঘোষিত ধর্মগুরু স্বামী নিত্যানন্দ নাকি একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে একটি আস্ত দ্বীপ কিনে ফেলেছেন।  ধর্ষনের পাশাপাশি শিশুদের নিজের আশ্রমে জোর করে আটকে রাখার অভিযোগে অভিযুক্ত বাবা পুলিশের চোখে ফাঁকি দিয়ে দেশ ছেড়েছেন কয়েকদিন আগেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আর দেশ থেকে পালিয়ে নিত্যানন্দ ত্রিনিদাদের একটি দ্বীপে আশ্রয় নিয়েছেন বলে খবর। আর  ইকুয়েডরের কাছে একটি আস্ত দ্বীপ কিনে ফেলেছেন স্বঘোষিত ধর্মগুরু। সেই দ্বীপটিকে তিনি গড়ে তুলতে চান স্বাধীন রাষ্ট্র হিসেবে। নিজের নতুন দেশের নাম তিনি রাখতে চাইছেন ‘কৈলাস’। নিজের স্বাধীন দেশের সবকিছু অন্যান্য পূর্ণাঙ্গ রাষ্ট্রের মতোই করতে চাইছেন ধর্ষণে অভিযুক্ত বাবা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাঁর দেশের আলাদা পাসপোর্ট, এমব্লেম, জাতীয় পতাকা সবই থাকবে। সেসব নকশাও নাকি তৈরি হয়ে গিয়েছে। এমনকী, ওই দেশটিতে একজন প্রধানমন্ত্রীও নিয়োগ করতে চান নিত্যানন্দ। বাবার দাবি, তাঁর দেশে নাকি বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে। আলাদা করে ব্যবস্থা করা হবে বিজ্ঞান চর্চার। বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যোগের। তাছাড়াও আর পাঁচটা দেশের মতো, নাগরিকদের স্বাচ্ছন্দ, চাকরি-বাকরি সবকিছুই তিনি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ধর্ষণে অভিযুক্ত বাবা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নিজের ওয়েবসাইটে নতুন দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন বাবা নিত্যানন্দ। আন্তর্জাতিক মিডিয়ার দাবি অনুযায়ী, আমেরিকার এক বিখ্যাত কূটনীতিবিদের সাহায্যে রাষ্ট্রসংঘে একটি আবেদন জানিয়েছেন নিত্যানন্দ। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র তৈরির অধিকার দিতে অনুরোধ করেছেন তিনি। উল্লেখ্য, স্বামী নিত্যানন্দের বিরুদ্ধে কর্ণাটকে একটি ধর্ষণের মামলা চলছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আমেদাবাদের আশ্রমে শিশুদের আটকে রাখারও অভিযোগ রয়েছে। নিজের দুই প্রিয় শিষ্যা প্রাণপ্রিয়া এবং প্রিয়তভাকে অপহরণের অভিযোগও রয়েছে বাবার বিরুদ্ধে।এই ঘটনায় রীতিমত হৈচৈ পড়ে গেছে বিশ্বজুড়ে। খবর এসেছে ভারত সরকারের কাছেও। সরকার গোটা বিষয়ের ওপর নজর রাখছে। বাবাকে দেশে ফেরানোর আন্তর্জাতিক আইনি পন্থা খুঁজছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক।

RELATED ARTICLES

Most Popular