Homeএখন খবর'গাড়িতে নয় স্যার,হেঁটেই যাব।' ,পুলিশকে হাত জোড় করে কাকুতি অভিযুক্ত দুস্কৃতির

‘গাড়িতে নয় স্যার,হেঁটেই যাব।’ ,পুলিশকে হাত জোড় করে কাকুতি অভিযুক্ত দুস্কৃতির

ওয়েব ডেস্ক : ধরা পড়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বিকাশ দুবেকে থানায় নিয়ে যাওয়ার পথে নাকি উল্টে গেছিল গাড়ি আর সেই সময় পালাতে যায় দীপক আর তাকে গুলি করে মারে পুলিশ। পুলিশের এই ঘোষিত চিত্রনাট্য অনেকেই বিশ্বাস করেনি। এই নিয়ে চাপান উতোরের মধ্যেই একটি ভাইরাল হওয়া ভিডিও রীতিমত সাড়া ফেলে দিয়েছে দেশে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করার পর পুলিশ তাকে গাড়িতে বসিয়ে নিয়ে যেতে চাইছে সে গাড়িতে নয়, হেঁটেই থানা যেতে চায়। বলা হচ্ছে বিকাশের এনকাউন্টারের ঘটনা রীতিমতো ভয় পাইয়ে দিয়েছে উত্তরপ্রদেশের তাবড় তাবড় দুস্কৃতিদের ৷ পুলিশের জালে ধরা পড়ার পর যেভাবে বিকাশ দুবে কে নাটকীয়ভাবে এনকাউন্টারে হত্যা করা হয়েছে, তাতে আতঙ্কের সৃষ্টি হয়েছে দুষ্কৃতীদের মনে। কয়েকদিন আগে সেই ভয়ই ফুটে উঠল এক দুষ্কৃতির চোখে মুখে। সেই ভিডিও মূহুর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের হাতে ধরা পড়া ওই অপরাধী পুলিশের গাড়িতে উঠতে অস্বীকার করে৷ এ দিকে এই ভিডিও কানপুরের বলে সোশ্যাল মিডিয়ায় ছড়ালেও কানপুরের এসএসপি-র দাবি, এই ভিডিও কানপুরের নয় ৷

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন আধিকারিক ও কয়েকজন পুলিশ একজনকে একটি গাড়িতে তোলার চেষ্টা করছে৷ এ দিকে এই ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সে কোনওভাবেই গাড়িতে উঠে বসতে চাইছে না ৷ সে বারবার পুলিশকর্মীদের বলছে, সে গাড়িতে উঠে কোনওভাবেই পুলিশ স্টেশনে যাবে না, হেঁটে যাবে থানায় ৷ সে বারবার বলছে ,”কে জানে কখন গাড়ি উল্টে যাবে আর তারপরে আমারও এনকাউন্টার হয়ে যাবে ৷” কিন্তু কে শোনে তার কথা। এরপরেও রীতিমতো জোর করেই ওই দুষ্কৃতিকে নিজেদের গাড়িতেই বসানোর চেষ্টা করছেন ৷

তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সেটি কানপুরের ভিডিও বলে সোশ্যাল মিডিয়াতে ঝড় ওঠে। যদিও পরে এই বিষয়ে মুখ খোলেব এসএসপি কানপুর৷ তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও কোনওভাবেই কানপুরের নয় ৷ এই ভিডিও কানপুরের নামে বদনাম রটানোর জন্য ভাইরাল করা হচ্ছে ৷ মনে করা হচ্ছে এটি উত্তরপ্রদেশের কোনও একটি শহরের ৷ তবে এই ভিডিওর দুষ্কৃতী বা পুলিশ কেউই এখনও শনাক্ত করা যায়নি ।
অন্যদিকে ভিডিও প্রকাশের পর অনেকেই বলছেন, পুলিশের এনকাউন্টারের যুক্তি বিশ্বাস করতে চাইছেনা অপরাধীরাও। গাড়িতে গেলে পাছে গাড়ি উল্টে যায় তাই গাড়িতে চড়তে চাইছেনা অপরাধীরা।

RELATED ARTICLES

Most Popular