Homeএখন খবরএখন আমি হলাম মীরজাফর!আমি হলাম বেইমান"ক্ষোভের সুর শুভেন্দুর বাবা শিশির অধিকারীর গলায়

এখন আমি হলাম মীরজাফর!আমি হলাম বেইমান”ক্ষোভের সুর শুভেন্দুর বাবা শিশির অধিকারীর গলায়

শুভেন্দু অধিকারীর পর কনিষ্ঠপুত্র সৌম্যেন্দু অধিকারী গেরুয়া শিবিরে নাম লেখালেন।এই কটা দিন অনেক কুবাক্যবানে বিদ্ধ হয়েছেন শিশির অধিকারী ও পরিবার।এবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ শিশির অধিকারী।

তার পরিবারকে ‘মীরজাফর’, ‘বেইমান’ বলা হচ্ছে প্রতিনিয়ত। এবার কাঁথির সাংসদ শিশির অধিকারী ক্ষোভ উগড়ে দিয়ে বলেন ‘ইঞ্চিতে ইঞ্চিতে জবাব পাবে। জবাব দেবে মেদিনীপুরের মানুষ। আমি যখন তৃণমূলে যোগ দিয়েছিলাম, অবিভক্ত মেদিনীপুরে একটাও নির্বাচিত পদ ছিল না। আমি যোগ দেওয়ার পর দলে দলে সকলে যোগ দিয়েছে। আর আমি এখন হলাম মীরজাফর! আমি হলাম বেইমান।’

শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার আগে তার সম্পর্কে প্রশ্ন করায় শিশিরবাবু বলেছিলেন, ‘শুভেন্দু রাজ্যস্তরের নেতা। আমি দলের জেলা সভাপতি। তার সম্পর্কে আমি ব্যবস্থা নিতে পারি না।’
শুক্রবার শিশিরবাবুর কথায় অনেক কিছুই স্পষ্ট হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অধিকারী পরিবারে পদ্ম ফোটা এখন শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার আগে থেকে মন্ত্রী ফিরহাদ হাকিম তাকে ‘মীরজাফর’ বলতে শুরু করেছিলেন।
এদিন শিশিরবাবু এই মন্তব্য প্রসঙ্গে বলেন,”ববি ভালো ছেলে। ও ভালো থাকুক। আমার পরিবারকে ববি গাল দিলে আমার কিছু যায় আসে না।’

শুভেন্দু বিজেপিতে যোগ দেন গত ১৯ ডিসেম্বর। সপ্তাহদুয়েক বাদেই ফের বিজেপিতে যোগ দিলেন অধিকারী বাড়ির আর এক সদস্য সৌম্যেন্দু। গত বুধবার শিশিরবাবুর সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ করেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো। তার পর থেকেই এই ক্ষোভ।
এমনকি মুখ্যমন্ত্রীর সভাতেও যাননি তিনি । এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা চাইছিল আমাকে দিয়ে ছেলের বিরুদ্ধে বলাতে। সেটা কি কখনও সম্ভব? আমি ছেলের বিরুদ্ধে যাব? ছেলে আমার পরিবারের বড় সম্পদ! আমাদের পরিবারের বিরুদ্ধে দল যা বলছে, তা ঠিক নয়। ‘

RELATED ARTICLES

Most Popular