Homeএখন খবরএখন পোস্ট অফিসের মাধ্যমেও আবেদন করা যাবে প্যান কার্ডের

এখন পোস্ট অফিসের মাধ্যমেও আবেদন করা যাবে প্যান কার্ডের

নিউজ ডেস্ক: বর্তমান সময়ে প্যান কার্ড এখন একটি বৈধ আইডি প্রুফ হয়ে দাঁড়িয়েছে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আইটিআর ফাইলিংয়ের ক্ষেত্রে। এর বাইরে, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ফিক্সড ডিপোজিট, ব্যাংকে একবারে ৫০,০০০ বা তার বেশি নগদ টাকা জমা দেওয়া, বিদেশ ভ্রমণের জন্য বিমানের টিকিট বুকিং, সম্পত্তি কেনা-বেচা, গাড়ি কেনা বেচা, শেয়ার, বন্ড কেনা এবং ৫০,০০০ টাকার বেশি মিউচুয়াল ফান্ড কেনা, টাকাকে বৈদেশিক মুদ্রায় রূপান্তর করা ইত্যাদি ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজন হয়।

এছাড়া আজকের দিনে শুধুমাত্র আয়কর বা আর্থিক লেনদেনের ক্ষেত্র ছাড়াও প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নিয়মের জটিলতায় বিরক্ত হয়ে অনেকেই প্যান কার্ড আবেদন করতে আগ্রহ বোধ করতেন না নেহাত প্রয়োজন না হলে। তবে এখন আর চিন্তা নেই, এখন প্যান কার্ড তৈরি আরও অনেক সহজ হয়ে গেল। এখন পোস্ট অফিসের মাধ্যমেও আবেদন করা যাবে প্যান কার্ডের জন্য।

ইন্ডিয়া পোস্ট একটি ট্যুইটের মাধ্যমে এই তথ্য দিয়েছে। ইন্ডিয়া পোস্টের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইটে জানানো হয়েছে যে, এখন থেকে পোস্ট অফিসের মাধ্যমে প্যান কার্ড বানানো যাবে। তবে বর্তমানে এই সুবিধাটি সীমিত কয়েকটি পোস্ট অফিসেই সীমাবদ্ধ।

প্রসঙ্গত, ঐ ট্যুইটে প্যান কার্ড তৈরির জন্য মানুষকে উৎসাহিত করে বলা হয়েছে যে, প্যান কার্ডের অনেকগুলি সুবিধা রয়েছে এবং এটি আর্থিক লেনদেনের জন্য বিশেষ প্রয়োজনীয়।

RELATED ARTICLES

Most Popular