Homeএখন খবরএবার থেকে সেট টপ বক্স না বদলেই ডিটিএইচ অপারেটর পাল্টাতে করতে পারবেন।

এবার থেকে সেট টপ বক্স না বদলেই ডিটিএইচ অপারেটর পাল্টাতে করতে পারবেন।

ডিজিটাল ডেস্ক: ঠিক মতো পরিষেবা না পেলে আমরা যেমন সিম কার্ডে একটি কোম্পানি থেকে অন্য কোম্পানিতে পোর্ট করে নিই ঠিক সেইরকমই কোনো কোম্পানির ডিটিএইচ পরিষেবা পছন্দ না হলে এবার থেকে গ্রাহকরা অন্য কোম্পানির ডিটিএইচ এ পোর্ট করে নিতে পারবেন।

মাসের-পর-মাস মোটা টাকা গোনার পরেও আপনি আপনার পছন্দের চ্যানেলটি দেখতে পাচ্ছেন না অথবা ওই ডিটিএইচ অপারেটরটি আপনাকে ঠিক মতো পরিষেবা প্রদান করছে না বার বার কাস্টমার কেয়ারে ফোন করেও কোনো সুরাহা মেলেনি এরকম অনেক সমস্যার মধ্যেই আমাদেরকে পড়তে হয়।

সেজন্যই (TRAI) এবার ডিটিএইচ পোর্টিং এর পরিষেবা আনতে চলেছে এতে কোনো ডিটিএইচ অপারেটরের সেট টপ বক্স না বদলেই অপারেটর বদল করা যাবে। এই পরিষেবাটি পাওয়ার জন্য সেট টপ বক্সে অবশ্যই ইন্টারফেস যুক্ত ইউএসবি পোর্ট থাকতে হবে

এই সব বিষয়গুলি পর্যবেক্ষণের করার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। বর্তমানে ডিটিএইচ সেট টপ বক্স গুলিতে ইন্টার অপারেবেলিটি নেই যার ফলে এগুলোর মাধ্যমে আপারেটর বদল করা যায় না সেই জন্যই এখন থেকে ইনটার অপারেবিলিটি যুক্ত সেট টপ বক্স বাধ্যতামূলক করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular