Homeটেক আপডেটএখন থেকে হোয়াটসঅ্যাপেও রেকর্ড করতে পারবেন গুরুত্বপূর্ণ কল, জেনে নিন উপায়

এখন থেকে হোয়াটসঅ্যাপেও রেকর্ড করতে পারবেন গুরুত্বপূর্ণ কল, জেনে নিন উপায়

টেক ডেস্ক: জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ অনেক রকম ফিচার থাকলেও, হোয়াটসঅ্যাপে কিন্তু কল রেকর্ডিংয়ের কোনও সুবিধে নেই। তবে আপনি যদি চান হোয়াটসঅ্যাপের কলও রেকর্ড করে নিতে পারবেন। তবে এরজন্য অবশ্য আপনাকে একটি থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে। আজকের প্রতিবেদনে জনে নিন কীভাবে এই কাজটি করা সম্ভব,

অ্যানড্রয়েড সিরিজের ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা বেশ সহজ। আপনি শুধু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন একটি অ্যাপ, যার নাম কিউব কল রেকর্ডার। এটি ডাউনলোড করার পর সেটিংসে গিয়ে প্রথমে একে রেকর্ড করার পারমিশন দিতে হবে। এরপর হোম স্ক্রিনেই চলে আসবে একটি আইকন। হোয়াটসঅ্যাপ কল করে ওই বটনটি অন করলেই কল রেকর্ড হতে থাকবে। তবে সবসময় ওই কল রেকর্ডারের বটনটি শো করে না। তখন বুঝতে হবে অ্যাপটি কাজ করছে না। তখন সেটিংসে গিয়ে অ্যাপটিতে ফের চালু করতে হবে এই ব্যবস্থা। কিউব কল রেকর্ডারের অডিও গ্যালারিতেই পাওয়া যাবে সব রেকর্ডিং।

তবে, আইফোনের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। প্রথমে লাইটনিং কেবল দিয়ে আইফোনটিকে ম্যাক ল্যাপটপের সঙ্গে লাইটনিং কেবল দিয়ে কানেক্ট করতে হবে। এরপর প্রথমবার কল রেকর্ড করার সময় কুইটটাইম অ্যাপটি ডাউনলোড করতে হয়। রেকর্ডিং বন্ধ হয় হয়ে গেলে তা পুনরায় রেকর্ড করার সুযোগ দেবে আইফোন। আইফোনের অত্যাধিক সুরক্ষার কারণ ব্যবস্থা কিছুটা হলেও জটিল। তবে রেকর্ডিংয়ের বটনের ওপর থাকছে তীরচিহ্ন।

এখন থেকে তাহলে গুরুত্বপূর্ণ কলগুলি হোয়াটসঅ্যাপেও রেকর্ড করা সম্ভব হবে, ঝট করে ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে। আর খুব দরকারি কলগুলিও রেকর্ড করে নিতে ভুলবেন না।

RELATED ARTICLES

Most Popular