Homeএখন খবরশীত থেকে রেহাই পেতে আগুনে আশ্রয়, আগুনই কেড়ে নিল বৃদ্ধার প্রান

শীত থেকে রেহাই পেতে আগুনে আশ্রয়, আগুনই কেড়ে নিল বৃদ্ধার প্রান

নিজস্ব সংবাদদাতা: শীত কমে আসলেও বৃদ্ধ বৃদ্ধার কাছে এখনও তা অসহনীয় বিশেষ করে ভোর ও রাতের বেলায়। তাই শীতের হাত থেকে রেহাই পেতে আগুনের কাছে আশ্রয় নিয়েছিলেন বৃদ্ধা কিন্তু সেই আগুনই কেড়ে নিল তাঁর প্রান।  উত্তর ২৪ পরগনার দেগঙ্গার আমিনপুর কলোনি পাড়া এলাকায়। বছর সাতাত্তরের মৃতা গীতারানি করের এই মর্মান্তিক পরিনতি হল শুক্রবার রাতে।  প্রতিবেশিরা জানিয়েছেন, ওই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা গীতা রাতে একাই বাড়িতে ছিলেন। রাতে হঠাৎ তাঁর চিৎকার শুনতে পেয়ে বাড়িতে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান কিন্ত শেষ অবধি বাঁচানো  নিহতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বৃদ্ধার মৃত্যুতে শোকে পাথর তাঁর পরিজন এবং প্রতিবেশীরা ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এক প্রতিবেশী জানালেন, অসাবধানতা বশতঃ শাড়িতে আগুন লেগে যায় ওই বৃদ্ধা। । চিৎকার করতে থাকেন। তবে শীতের রাতে প্রতিবেশীদের কানে সেই আওয়াজ পৌঁছতে বেশ সময় লাগে। বেশ কিছুক্ষণ পর প্রতিবেশী এবং তাঁর পরিজনেরা ঘটনাস্থলে দৌঁড়ে আসেন। জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। তবে ততক্ষণে শরীরের অধিকাংশই পুড়ে যায় তাঁর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তড়িঘড়ি ওই বৃদ্ধাকে উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর শরীরে নব্বই শতাংশ পুড়ে গিয়েছে। তাঁর অবস্থার আরও অবনতি হতে থাকে। গভীর রাতে চিকিৎসকরা ওই বৃদ্ধাকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানান। সেই অনুযায়ী পরিজনেরা ভোর রাতে তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করেন। তবে কলকাতায় নিয়ে আসার পথেই মারা যান বৃদ্ধা।

RELATED ARTICLES

Most Popular