Homeএখন খবরআনলক ২ এর প্রথম দিনেই মধ্যবিত্তের মাথায় হাত, বাড়লো রান্নার গ্যাসের দাম

আনলক ২ এর প্রথম দিনেই মধ্যবিত্তের মাথায় হাত, বাড়লো রান্নার গ্যাসের দাম

ওয়েব ডেস্ক : গত এক মাস আনলক ১ কাটানোর পর বুধবার থেকে শুরু হয়েছে আনলকের দ্বিতীয় পর্যায়। আনলক ২ এর প্রথম দিনেই মধ্যবিত্তের মাথায় হাত। এক ধাক্কায় দেশের চার শহরে একলাফে বাড়লো রান্নার গ্যাসের দাম। সব থেকে বেশি দাম বেড়েছে কলকাতায়। কলকাতায় ভর্তূকিহীন রান্নার গ্যাসের দাম ছিল ৬১৬ টাকা তা বেড়ে হল ৬২০ টাকা। দিল্লিতে এতদিন ভর্তূকিহীন গ্যাসের দাম ছিল ৫৯৩.০০ টাকা। এখন তা বেড়ে হল ৫৯৪.০০ টাকা। গত মাসে মুম্বইতে রান্নার গ্যাসের দাম ছিল ৫৯০.০০ টাকা৷ এখন বেড়ে হয়েছে ৫৯৪.৫০ টাকা৷ চেন্নাইতে দাম ছিল ৬০৬.৫০ টাকা। বুধবার থেকে দাম বেড়ে হল ৬১০.৫০ টাকা। একেই লকডাউনের জেরে কাজ নেই বহু মানুষের তার ওপর রান্নার গ্যাসের দাম নিয়ে কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি নন সাধারণ মানুষ।

দেশের চার রাজ্যের মধ্যে নয়াদিল্লিতে সিলিন্ডার পিছু দাম বেড়েছে ১ টাকা। মুম্বইয়ে সিলিন্ডার পিছু দাম বৃদ্ধি পেয়েছে ৩ টাকা ৫০ পয়সা। কলকাতায় এই দাম বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা। এবং চেন্নাইয়তে দাম বেড়েছে ৪ টাকা। এই রাজ্যের মধ্যে সবচেয়ে কম বেড়েছে নয়াদিল্লিতে। তবে এই দামবৃদ্ধি প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার আওতায় থাকা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য নয়ম এই যোজনার ক্ষেত্রে দামের কোনো হেরেফের হচ্ছে না। এর আগে লকডাউনের মধ্যে জুনের প্রথমদিকেই বেড়েছিল ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম। একমাস কাটতে না কাটতেই জুলাইয়ের শুরুতে ফের গ্যাসের দাম বাড়ালো কেন্দ্র।

দীর্ঘ লকডাউনের পর আনলক ১ এ ধীরে ধীরে খুলেছে দোকানপাট। এরপর আনলক-২ তে দেশকে স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করছে কেন্দ্র। কিন্তু লকডাউনের জেরে ইতিমধ্যেই কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। তার ওপর বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে আনলক-২ এর শুরুতে এভাবে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় আশঙ্কায় সাধারণ মানুষ। যদিও কেন্দ্রের তরফে এবিষয়ে জানানো হয়েছে, প্রতি মাসের শুরুতেই দেশের তেল সংস্থাগুলি সেই মাসের জন্য দাম নির্ধারণ করে। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যের সঙ্গে টাকার মূল্যকে মাথায় রেখে এই দাম নির্ধারণ করা হয়ে থাকে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি পেয়েছে। এর জেরেই রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি বলেই জানানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular