Homeএখন খবরবুধবার সোনার দামে ভারী পতন, নিম্নমুখী রুপোও

বুধবার সোনার দামে ভারী পতন, নিম্নমুখী রুপোও

ওয়েব ডেস্ক : মঙ্গলবারের পর বুধবারও ফের সোনার দামে ভারী পতন। এই নিয়ে পর পর চার দিন নিম্নমুখী সোনার বাজারদর।

বুধবার এমসিএক্স সূচকে ০.২০% পতনের ফলে প্রতি ১০ গ্রামে সোনার দাম হয়েছে ৪৬,৪৭০ টাকা। একই সঙ্গে ০.৫১% পড়েছে রুপোর দর। বুধবার বাজারে প্রতি কেজি রুপোর দাম হয়েছে ৪৮,৮৩০ টাকা।

বিশেষজ্ঞদের মতে, ডলারের তুলনায় টাকার দাম কিছুটা ঊর্ধমুখী হওয়ায় তার জেরে ঘরোয়া বাজারে সোনার দাম কমছে। ভারতে সোনার মূল্যের মধ্যে ধরা থাকে ১২.৫% আমদানি শুল্ক এবং ৩% জিএসটি।

কোটাক সিকিউরিটিস সংস্থার মতে, এদিকে একাধিক দেশ ইতিমধ্যেই লকডাউন কাটিয়ে অর্থনীতি চাঙ্গা করতে উদ্দ্যোগী হয়েছে। অন্যদিকে, সাম্প্রতিককালে আমেরিকা ও চিনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বেশ খানিকটা অবনতি হয়েছে। এর জেরে কিছুটা চিন্তিত বাজার।

অন্যদিকে, দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার বিশ্বের বৃহত্তম স্বর্ণ ভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এসপিডিআর গোল্ড ট্রাস্ট- এর মজুতে ০.১% বৃদ্ধি দেখা গিয়েছে। যার ফলে ট্রাস্টের মোট মজুত সোনার পরিমাণ দাঁড়িয়েছে ১,১২৯.২৮ টন।

RELATED ARTICLES

Most Popular