Homeএখন খবরপুরো পরিবারের জন্য ঘরে বসেই অর্ডার করতে পারেন PVC আধার কার্ড, তাও...

পুরো পরিবারের জন্য ঘরে বসেই অর্ডার করতে পারেন PVC আধার কার্ড, তাও স্বল্প মূল্যের বিনিময়ে! জেনে নিন কীভাবে

টেক ডেস্ক: UIDAI চালু করল পলিভিনাইল ক্লোরাইড কার্ডের আকারে (PVC) আধার কার্ড । এবার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা PAN কার্ডের মতো মানি ব্যাগে বহন করা যাবে PVC আধার কার্ড। এই কার্ডে থাকছে নিরাপত্তার অত্যাধুনিক সব ফিচার। মাত্র ৫০ টাকার বিনিময়ে ভারতে বসবাসকারী নাগরিকরা এই কার্ড পেয়ে যাবেন। আর পরিবারের যে কোনও এক সদস্যের মোবাইল নম্বরের মাধ্যমে অনলাইনে গোটা পরিবারের জন্য আধার PVC কার্ড অর্ডার করতে পারবেন। সম্প্রতি UIDAI এই তথ্য জানিয়েছে ট্যুইটারে।

https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint to order now এই লিংকের মাধ্যমে আধার PVC কার্ডের আবেদন করতে হবে।

PVC আধার কার্ড-এর জন্য আবেদনের পদ্ধতি:

https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint এই লিংকে যান।

আধার নম্বর বা ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বর বা EID দিন।

সিকিউরিটি ফিচার-সহ আধার কার্ড দেখা যাবে।

OTP তে ক্লিক করুন। রেজিষ্টার্ড মোবাইল নম্বর বা বিকল্প মোবাইল নম্বর আসা OTP-র মাধ্যমে আধার কার্ড অর্ডার করতে হবে। রেজিষ্টার্ড মোবাইল নম্বরে আধার কার্ড দেখা যাবে।

টাইম বেসড ওয়ান টাইম পাসওয়ার্ড (TOTP) ও ব্যবহার করা যেতে পারে m-Aadhaar Application -এর মাধ্যমে।

OTP সাবমিট করার পর ফি দিতে হবে। এরপর PVC আধার কার্ড অর্ডার করা যাবে।

তাহলে আর দেরি কেন, এখনই এক ক্লিকে ঘরে বসেই এই কার্ড অর্ডার করে নিন। চাইলে কোন ক্যাফেতে গিয়েও করে নিতে পারেন।

RELATED ARTICLES

Most Popular