Homeটেক আপডেটটিকটক আ্যপের ওপর নিয়ন্ত্রণ চায় উড়িষ্যা আদালত

টিকটক আ্যপের ওপর নিয়ন্ত্রণ চায় উড়িষ্যা আদালত

ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় সর্ট ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিয়ে এর আগেও ওড়িশার আদালত উদ্বেগ প্রকাশ করেছিল। এবার অ্যাপটিকে নিয়ন্ত্রণের কথা বলেছে রাজ্যটির আদালত। বৃহস্পতিবার এক শুনানি শেষে বলেছে, টিকটক অ্যাপ দেশের সংস্কৃতিকে বিনষ্ট করছে এবং একই সঙ্গে ব্যবহারকারীদের পর্নোগ্রাফিতে উষ্কে দিচ্ছে।
আদালতের বিচারপতি এসকে পানিগ্রাহী এর পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, টিকটক অ্যাপ শুধু সংস্কৃতি ও যৌনতাকেই উষ্কে দিচ্ছে যার ফলে অনেক শিশু যৌনতায় আকৃষ্ট হয়ে যাচ্ছে ।

রাজ্যের সম্বলপুর জেলার এক আত্মহত্যা মামলায় জড়িত একজনের জামিন শুনানির সময় আদালত টিকটক অ্যাপ নিয়ে এরকম একটি অভিযোগ উঠেছিল। আদালত বলেছে, এমন সব অ্যাপ্লিকেশনের উপন উপযুক্ত নিয়ন্ত্রণের প্রয়োজন। না হলে যুব সমাজের ক্ষেত্রে এটা ক্ষতিকর হতে পারে। ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে সম্বলপুরে, যেখানে এক মেয়েকে দুজন অভিযুক্ত নানাভাবে অ্যাপটির মাধ্যমে হয়রানি করে আসছিল সেটি সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করে নেন।

এর আগেও ভারতে একই কারণ দেখিয়ে কয়েকটি রাজ্যের আদালত সুপ্রিম কোর্টে অ্যাপটি বন্ধ করার ব্যাপারে মতামত চেয়েছিল। সাময়িক সেটি বন্ধ থাকার পর আবারও অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করা হয় দেশটিতে। বর্তমানে করোনাভাইরাস লকডাউনে বিশ্বব্যাপী অ্যাপটির ব্যবহারকারী বেড়ে ২০০ কোটির বেশি হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহারকারী ভারতে।

RELATED ARTICLES

Most Popular