Homeএখন খবর২০২১য়ে বিধানসভার সব আসনেই প্রার্থী দেবেন ওয়াইসির দল, চাপের মুখে তৃনমূল

২০২১য়ে বিধানসভার সব আসনেই প্রার্থী দেবেন ওয়াইসির দল, চাপের মুখে তৃনমূল

                 
নিজস্ব সংবাদদাতা: ”মমতা ব্যানার্জী মুসলিমদের জন্য কিছুই করেননি। উন্নয়ন সূচকের নিরিখে বাংলার মুসলমানরা পিছিয়ে। আমারই একমাত্র বাংলার মুসলিম সমাজের জন্য লড়াই করব।” তৃণমূলের দুশ্চিন্তার কারন ঘটিয়ে এমনটাই ঘোষনা করলেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন’  বা এআইএমআইএম য়ের সর্বাধিনায়ক আসাউদ্দিন ওয়াইসি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংবাদ মাধ্যমকে ওয়াইসি আরও জানিয়েছেন,  ২০২১-এর ভোটে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছে এআইএমআইএম। এআইএমআইএম-র মুখপাত্র তথা দলের তরফে বাংলার সংগঠনের দায়িত্বপ্রাপ্ত অসিফ ওয়াকার বলেন, ‘পশ্চিমবঙ্গের সব গ্রামেই আমাদের দলের অস্তিত্ব রয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটে আমরা লড়াই করব। এই প্রথমবারের জন্য সব আসনেই প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা রয়েছে আমাদের।’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাংলায় এআইএমআইএম-র সংগঠন বিস্তার নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সোমবার কোচবিহারে তৃণমূলের একটি কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজনীতিতে হিন্দু চরমপন্থার মতোই সংখ্যালঘুদের মধ্যেও চরমপন্থা প্রকাশ পাচ্ছে। বিজেপির কাছে ওরা টাকা নেয়। ওই গোষ্ঠীর নেতারা উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় মিটিং করেছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। এদের কথায় কান দেবেন না।’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তারই জবাব দিতে গিয়ে  আসাউদ্দিন ওয়াইসি মঙ্গলবার আসাউদ্দিন ওয়াইসি টুইটে জানান, ”এআইএমআইএম বাংলায় পোক্ত হচ্ছে। আমাকে নিশানা করে আপনি বাংলার মুসলমানদের এই বার্তাই দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় ও হতাশা ভুগছেন।” এরপরই তিনি বলেন , ”বাংলার সংখ্যালঘুদের যে উন্নয়ন হয়নি, তা উন্নয় সূচকের নিরিখেই স্পষ্ট।” ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নিশ্চিতভাবেই ২০২১য়ে বড় চ্যালেঞ্জের মুখে তৃনমূল। বর্তমানে  রাজ্যে মুসলমানদের ভোটের সিংহভাগই যায় তৃণমূলের ঝুলিতে। তবে, এআইএমআইএম বিধানসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দিলে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে তৃণমূলের আধিপত্য কতদূর অটুট থাকবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওয়াইসি মমতাকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন , ”কীভাবে বাংলায় ১৮টি আসন পেল বিজেপি?” বাংলায় কোনও সরকারই সংখ্যালঘু মুসলমানদের স্বার্থের দিকে নজর দেয়নি বলেও অভিযোগ এআইএমআইএম-এর মুখপাত্র অসিফ ওয়াকারের। তাঁর কথায়, ‘আমরাই একমাত্র মুসলমানদের আধিকারের জন্য লড়াই করব।’ ওয়াকারের দাবি, তাঁদের দল বাংলায় তৃণমূলস্তরে দ্রুত পোক্ত সংগঠন গড়ে তুলছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত মাসেই বাংলা বিহার সীমানায় অবস্থিত কিষানগঞ্জ উপনির্বাচনে জয় পেয়েছে এই দলের প্রার্থী। এরপরই বাংলায় সংগঠন বিস্তারে আরও জোর দিয়েছে ওয়াইসির দল।

RELATED ARTICLES

Most Popular