Homeএখন খবরচরমে যাত্রী বিক্ষোভ! স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে লিলুয়া, চুঁচুড়া,হুগলি স্টেশনে গাছের ডাল...

চরমে যাত্রী বিক্ষোভ! স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে লিলুয়া, চুঁচুড়া,হুগলি স্টেশনে গাছের ডাল ফেলে অবরোধ যাত্রীদের

ওয়েব ডেস্ক : করোনা আবহে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে রেল পরিষেবা। এদিকে রবিবারের পর সোমবারও ফের স্পেশ্যাল ট্রেনে ওঠাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাওড়াগামী বিভিন্ন স্টেশন। রবিবার হুগলির পাণ্ডুয়া ও খন্ন্যান স্টেশনে যাত্রীদের বিক্ষোভের পর ঘটনা থেকেই প্রত্যেক স্টেশনে স্টেশনে নিরাপত্তা বাড়ায় আরপিএফ। কিন্তু সে সবের পরোয়া না করেই সোমবার সপ্তাহের প্রথম দিনেই রেলকর্মীদের জন্য চলা স্পেশ্যাল ট্রেনে উঠে পড়ছেন সাধারণ যাত্রীরা। কিন্তু সেময় তাদের ট্রেনে উঠতে বাধা দিলেই শুরু হয় বিক্ষোভ অবরোধ।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও ল লিলুয়া স্টেশনে হাওড়াগামী একটি ট্রেনে চেকিং করতে আরপিএফ। এরপর বেশ কিছু যাত্রীর কাছ থেকে প্রয়োজনীয় নথি দেখতে চাইলে তা না দেখাতে পারলে বহু যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে ফাইন করা হয়। এরপরই আরপিএফের সাথে কথা-কাটাকাটি শুরু হয় সাধারণ যাত্রীদের। এরপর রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় গোটা লিলুয়া স্টেশন চত্ত্বর। ঘটনায় রেলের আধিকারিকদের অভিযোগ, এদিন রাগের বশে যাত্রীরা স্টেশন মাস্টারের অফিসের সামনে ভাঙচুর চালায়। এমনকি তারা দাবি করেন, হয় তাঁদের স্পেশ্যাল ট্রেনে উঠতে দিতে হবে নইলে ইতিমধ্যেই লোকাল ট্রেন পরিষেবা চালু করতে হবে। এদিকে ঘটনা ক্রমশ হাতের বাইরে চলে যায়। রেল লাইনের উপর বসে পড়ে যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র‌্যাফ নামে। এরপর স্টেশন ছেড়ে চলে যাম বিক্ষুব্ধ জনতা।

অন্যদিকে, শুধুমাত্র লিলুয়া স্টেশন নয়। একই সাথে স্পেশ্যাল ট্রেনে উঠতে চেয়ে সোমবার হুগলির চুঁচুড়া স্টেশনেও বিক্ষোভ দেখান বহু যাত্রী। শুধু তাই নয়, এদিন সকাল থেকে রেললাইনে গাছের ডাল, স্লিপার, লোহার বিম ফেলে চলে অবরোধ। ঘটনায় যাত্রীদের তাঁদের অভিযোগ, “স্টেশনে টিকিট কাউন্টারগুলি খোলা রয়েছে। টিকিট কেটেই ট্রেনে উঠেছি। তাও রেলপুলিশ ট্রেন থেকে নামিয়ে দিচ্ছে।”
কিন্তু এদিকে রবিবার পান্ডুয়া স্টেশনে সাধারণ যাত্রীদের ট্রেনে ওঠা নিয়ে বিক্ষোভের পর অবরোধ শেষে বিক্ষোভকারীরা আরপিএফের কাছে একটি চিঠি জমা দিয়েছিলেন। সেটিরই প্রতলিপি নিয়ে সোমবার বহু যাত্রী পাণ্ডুয়া স্টেশন থেকে বিনা বাধায় স্টাফ স্পেশ্যাল ট্রেনে ওঠেন সাধারণ যাত্রীরা।

RELATED ARTICLES

Most Popular