Homeএখন খবর“বাংলার গর্ব মমতা” কর্মসূচীতেও গোষ্ঠী কোন্দল নারায়নগড়ে, বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল...

“বাংলার গর্ব মমতা” কর্মসূচীতেও গোষ্ঠী কোন্দল নারায়নগড়ে, বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল কর্মীরা

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার কর্মী সম্মেলন চলাকালীন বিধায়ক ও ব্লক নেতৃত্বের সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেসের একাংশ। অভিযোগ বিধায়ক এবং ব্লক নেতৃত্ব কারোর সঙ্গে আলোচনা না করে মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে সমস্ত কাজ কর্ম করছেন’। নির্ধারত কর্মসূচী ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বের এমনই কান্ড লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভায়।

বেলদা গঙ্গাধর একাডেমীতে। কর্মীসভা চলার সময় সভার মধ্যে সুভাষ চৌধুরী, সেখ সেরিফ, দানিস রহমানদের নেতৃত্বে কয়েকজন তৃণমূল কর্মী নানা প্রশ্ন নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পরে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেন ব্লক নেতৃত্ব। এক ব্লক নেতৃত্বের কথায় এরা সবাই ব্লক সভাপতি মিহির চন্দ বিরোধী সূর্য অট্ট গোষ্ঠীর লোকজন। ব্লক সভাপতি মিহির চন্দ বলেন, এই ঘটনাইয় কলকাঠি কারা নাড়ছে, জেলা নেতৃত্ব সবই জানেন’।

নারায়ণগড়ে বিক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন ব্লক নেতৃত্ব। নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির চন্দ্র বলেন, আমরা নির্দিষ্ট তালিকা মতো সবাইকে এই কর্মী সম্মেলনে ডেকেছি। এর মধ্যে কয়েকজন তৃণমূল নেতাকর্মী ব্লকের কাজ, চাকরি বাকরি ইত্যাদি নিয়ে ক্ষোভ প্রকাশ করে। আমরা তাদের বলেছি এটা ক্ষোভ প্রকাশের সভা নয়। কোন নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ থাকলে জেলা এবং রাজ্য নেতৃত্বের কাছে নির্দিষ্ট ভাবে অভিযোগ করুন’।

RELATED ARTICLES

Most Popular