Homeএখন খবরএবারে আরও সস্তা হল পেট্রোল-ডিজেল, জেনে নিন কতটা কমল দাম

এবারে আরও সস্তা হল পেট্রোল-ডিজেল, জেনে নিন কতটা কমল দাম

নিউজ ডেস্ক: এবার আরও সস্তা হল পেট্রোল ও ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম কমে যাওয়াতে মঙ্গলবার দেশের বড় বড় শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম কমেছে। শহর ভেদে পেট্রলের দাম ১৯-২২ পয়সা কমেছে। অন্যদিকে ডিজেলের দাম সারা দেশে ২১-২৩ পয়সা কমেছে।

মঙ্গলবার দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ২২ পয়সা কমে হয়েছে ৯০ টাকা ৫৬ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ২৩ পয়সা কমে হয়েছে ৮০ টাকা ৮৭ পয়সা। মুম্বাইয়ে লিটার প্রতি পেট্রলের দাম হয়েছে ৯৬ টাকা ৯৮ পয়সা। অন্যদিকে ২৪ পয়সা কমে মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম হয়েছে ৮৮ টাকা ২০ পয়সা।

কলকাতায় পেট্রোলর দাম কমেছে ২১ পয়সা।নতুন দাম হয়েছে ৯০ টাকা ৭৭ পয়সা। ২৩ পয়সা কমে কলকাতার এক লিটার ডিজেলের নতুন দাম হয়েছে ৮৩ টাকা ৭৫ পয়সা। চেন্নাইতে পেট্রল ১৯ পয়সা কম দামে বিক্রি হচ্ছে এবং প্রতি লিটারে নতুন দাম হয়েছে ৯২ টাকা ৫৮ পয়সা। ডিজেলের দাম ২২ পয়সা কমে হয়েছে ৮৫ টাকা ৮৮ পয়সা।

উল্লেখ্য, তেল বিপণন সংস্থা ভারত পেট্রলিয়াম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রলিয়াম বৈদেশিক মুদ্রার হারের যে কোনও পরিবর্তনকে বিবেচনায় নিয়ে বিশ্ব বাজারে দামের ওঠানামার সঙ্গে দেশে জ্বালানির দাম ঠিক করে। জ্বালানির দামে যে কোনও পরিবর্তন প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর করা হয়। ভারতের বিভিন্ন রাজ্যের ভ্যাটের কারণে জ্বালানির দাম আলাদা হয়।

RELATED ARTICLES

Most Popular