Homeএখন খবরখড়গপুর আইআইটি প্রাক্তনী গুগুল কর্ণধার পিচাইয়ের হাত ধরেই ডিজিটাল ইন্ডিয়ায় বিনিয়োগ হাজার...

খড়গপুর আইআইটি প্রাক্তনী গুগুল কর্ণধার পিচাইয়ের হাত ধরেই ডিজিটাল ইন্ডিয়ায় বিনিয়োগ হাজার কোটি ডলার

নিজস্ব সংবাদদাতা: লকডাউনের প্রথম পর্বে সমাজের প্রান্তিক মানুষগুলির পাশে দাঁড়ানোর জন্য একটি এনজিওকে কয়েক লক্ষ মার্কিন ডলার সাহায্য করেছিলেন সুন্দর পিচাই। এবার ভারতের ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করতে এবার এগিয়ে এল তাঁর সংস্থা গুগল। আইআইটি খড়গপুরের প্রাক্তনি গুগুলের সিইও সুন্দর পিচাইয়ের নিয়ন্ত্রনাধীন সংস্থার এই সোমবারই ঘোষনা করেছে আগামী দিনে ভারতে ১০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে Google। এমনটাই আভাস মিলেছে এদিনই দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা ট্যুইটে।

গুগল ফর ইন্ডিয়া ইভেন্টের আগে আইআইটির প্রাক্তনীর সঙ্গে বৈঠকে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এদিন ট্যুইটে লেখেন, ‘বিভিন্ন সেক্টরে গুগল যে উন্নয়নশীল পদক্ষেপ করেছে তার বিস্তারিত বিবরণ জানতে পেরে খুবই ভালো লাগছে। তারই মধ্যে রয়েছে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প। খেলাধুলোর ক্ষেত্রে যে দুঃসময়ে গ্লোবাল প্যানডেমিকের কারণে নেমে এসেছে, তা নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়।আমরা ডেটা নিরাপত্তা এবং সাইবার সেফটি নিয়েও বিস্তারিত আলোচনা করেছি।’

জানা গেছে ভারতের ডিজিটাইজেশনে প্রধাণত চারটি ক্ষেত্রে বিনিয়োগ করবে গুগল সংস্থা। প্রথমত, প্রত্যেক ভারতীয় যাতে তাঁর নিজের ভাষায় তথ্য পেতে পারেন, সে হিন্দি হোক অথবা তামিল কিংবা পঞ্জাবি বা বাংলা। দ্বিতীয়ত, ভারতীয়দের নিত্য চাহিদার কথা মাথায় রেখে তৈরি নতুন প্রডাক্ট এবং পরিষেবা। তৃতীয়ত, বিভিন্ন ব্যবসা যাতে সহজেই ডিজিটাইজেশনের পথে হাঁটতে পারে তা সুনিশ্চিত করা। চতুর্থ, স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিক্ষেত্রে প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উন্নতি করা।
কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ গুগল-এর এই যুগান্তকারি পদক্ষেপকে অভিবাদন জানিয়েছেন।

অবশ্য সুন্দর পিচাইয়ের নিজের মাতৃভূমি সম্পর্কে এই ভাবনা আরও আগেই প্রকাশ পেয়েছিল। কয়েকদিন আগেই গুগল সংস্থার তরফে ঘোষণা করা হয় গুগল পে অ্যাপের মাধ্যমে দেশের কয়েক লাখ ব্যবসায়ীকে ঋণ দিতে রাজি গুগল। তবে তাদের প্রধান উদ্দেশ্য লকডাউনে ক্ষতিগ্রস্ত ছোট ছোট ব্যবসায়ীদের দিকে প্রাথমিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। সংস্থা বলেছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে তারা কথা বলছে যাতে ব্যবসায়ীদের হাতে ঋণের টাকা তুলে দেওয়া যায়। এরপরই গুগুলের এই নতুন উদ্যোগ নিশ্চিত ভাবেই দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করতে সাহায্য করবে।

RELATED ARTICLES

Most Popular