Homeএখন খবরফেসবুকের ছবি ও ভিডিও ট্রান্সফার করা যাবে গুগল ফটোসে দেখুন কিভাবে করবেন

ফেসবুকের ছবি ও ভিডিও ট্রান্সফার করা যাবে গুগল ফটোসে দেখুন কিভাবে করবেন

ডিজিটাল ডেস্ক: ফেসবুক এবার ব্যাবহারকারীদের জন্য একটি নতুন ফিচারস আনল যার মাধ্যমে  ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের যাবতীয় ছবি এবং ভিডিও গুগল ফটোজে রাখতে পারবেন। এজন্য একটি নতুন টুল যুক্ত করতে চলেছে ফেসবুক যার নাম ফটো ট্রান্সফার টুল।

ফেসবুকের সেটিংস অপশনে গিয়ে এরপর ‘ইয়োর ফেসবুক ইনফরমেশন’ মেন্যুর অধীনে নতুন যুক্ত হওয়া ‘ট্রান্সফার এ কপি অব ইয়োর ফটোজ ওর ভিডিওজ’ অপশনে ক্লিক করতে হবে তারপর কোথায় ফটো এবং ভিডিও সেভ করা হবে সেই ডেস্টিনেশন সিলেক্ট করে নিয়ে ওই গুগল অ্যাকাউন্ট লগইন করতে হবে তারপর সমস্ত ছবি ও ভিডিও গুগল ফটোস এ সেভ হবে।

ডেটা ট্রান্সফার নামক একটি ফিচারসটি বাস্তবায়নের জন্য, ফেসবুক থেকে গুগল ফটোজে ছবি ট্রান্সফারের এই সুবিধা দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এই প্রজেক্টটি অ্যাপল, গুগল, মাইক্রোসফট, টুইটার এবং ফেসবুকের একটি যৌথ উদ্যোগ। যার লক্ষ্য হচ্ছে, তাদের ইকোসিস্টেমের মধ্যে ডেটা ট্রান্সফার ব্যবহারকারীদের জন্য আরো সহজ করা।

ফেসবুক জানিয়েছে, ছবি ও ভিডিও ট্রান্সফারের এই টুলটি আপাতত নির্দিষ্ট কিছু দেশের জন্য উন্মুক্ত করা হয়েছে তবে ভারতে এই ফিচারসটি পাওয়া যাবে। আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বের সকল ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে।

RELATED ARTICLES

Most Popular