Homeএখন খবরমানব সম্পদ উন্নয়নে নতুন উদ্যোগ পিংলা কলেজের, গ্রাম দত্তক নিতে চলেছে মহাবিদ্যালয়

মানব সম্পদ উন্নয়নে নতুন উদ্যোগ পিংলা কলেজের, গ্রাম দত্তক নিতে চলেছে মহাবিদ্যালয়

নিজস্ব সংবাদদাতা: প্রথাগত শিক্ষা প্রদানের পাশাপাশি নতুন উদ্যোগ নিতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা মহাবিদ্যালয়। নিকটবর্তী একটি গ্রাম বেছে নিয়ে নতুন প্রকল্প নিয়ে বদলে দিতে চায় চালচিত্র। শুক্রবার ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল বা ন্যাকের সহায়তায় একটি আলোচনা চক্রে এভাবেই উঠে এল পিংলা থানা মহাবিদ্যালয়ের ভবিষ্যৎ কর্মপন্থা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আলোচনা চক্রের উদ্বোধনে এদিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্ত্তী, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সৌমেন মহাপাত্র ছাড়াও ছিলেন পিংলার কৃতি, প্রখ্যাত বিজ্ঞানী কাঞ্চন কুমার ভৌমিক, স্বামী কমলাস্থনন্দ প্রমূখ ব্যক্তিত্বরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মানু্ষের ভাল গুনগুলির বিনিময় এবং নিত্যনতুন উদ্ভাবনের মধ্যে দিয়ে সামাজিক কল্যান কিভাবে সম্ভব তাই ছিল আলোচনার বিষয়। অধ্যাপক চক্রবর্তী বলেন, চীনের সম্পদ যেমন সূলভ শ্রমিক, জাপানের সম্পদ তেমন প্রযুক্তি। আবার ভারতের সম্পদ হল মানব সম্পদ। এই মানব সম্পদের উন্নয়ন ও  ব্যবহারই  আমাদের দেশকে বদলে দিতে পারে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাননীয় মন্ত্রী অধ্যাপক মহাপাত্র বলেন, গুন বিষয়টি আপেক্ষিক। আজ যা গুন বলে বিবেচিত হচ্ছে আগামীকাল তা বদলে যায়। অন্য কোনও বিষয় গুন হিসাবে উপস্থিত হয়। তাই নিয়মিত গুণের আদান প্রদান দরকার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক সুকুমার চন্দ্র বলেন, একটি মহাবিদ্যালয় শুধুই পড়ুয়াদের জন্য নয়। এলাকার জনসম্পদ ও অর্থনীতির উন্নয়নেও মহাবিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। প্রাথমিক ভাবে সেরকমই একটি উদ্যোগ নিতে চলেছি আমরা। একটি গ্রামকে দত্তক নিয়ে উপস্থিত বিজ্ঞানী ও কর্মবীরদের সহায়তা নিয়ে গ্রামের পুনর্গঠনের জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করব আমরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঠিক কি করবেন দত্তক নিয়ে এর উত্তরে অধ্যাপক চন্দ্র বলেন, অনেক কিছুই পরিকল্পনা রয়েছে তবে প্রাথমিক ভাবে আমরা জৈব সার নির্ভর বিকল্প কৃষি পদ্ধতি শুরু করতে চাইছি। যেমন সয়াবিন নির্ভর দুধ, ছানা, দই উৎপাদন ইত্যাদি। 

RELATED ARTICLES

Most Popular