Homeসাহিত্যপেটের নিচে

পেটের নিচে

ll পেটের নিচে ll
——– শুভময় দাস ——–

( আজ আলো জ্বলবো না আমি । নাটক নিশ্চই ভালোবাসি । তবে বাস্তবের রঙ্গমঞ্চে l রূপকথার নয় l নষ্টমেয়েদের মুখের আলো নিয়ে বেঁচে থাক পৃথিবী l ছাড়িয়ে পড়ুক আলোকবর্ষ দুর l আজ মোমবাতি জ্বালবো না ! ওরাই আমার দিয়া মোমবাতি  )

নষ্ট মেয়ের কাজ জোটেনি আজও
চারদিকে তো লকডাউনের বাজার
ক্ষিদে ও বললে “তুই তো নষ্ট মেয়ে”
রোগ ছড়াবে মরবো নাকি আবার !!

আচ্ছা বাবু ক্ষিদে কোথায় থাকে
আমার ক্ষিদের পেটের মধ্যে বাস
ক্ষিদে যাদের থাকে পেটের নিচে
একটা ক’টা দিন সবার উপবাস ll

বুকের মধ্যে সুখ খুঁজেছো যারা
শরীর সেঁচে সুখ খুঁজেছো সুখ
জ্বলছে নাড়ি নাভির চারিদিকে
দাঁড়িয়ে আজও আনন্দিত মুখll




স্বপ্ন টপ্ন ছেড়েছি কোন কালে
আমাদের কি ঘরবন্দি মানায়
পেট বলছে “ধরবিনা আজ শিকার”
খিদের নেকড়ে দাঁত নখ সব শানায় ll

তাইতো আজও দরজায় দি’ ঠেস
বুকের আঁচল তেমনি খোলা থাকে
চোখের মনি খুঁজতে থাকে খাবার
এসব দেখে সভ্যতা মুখ ঢাকে ll

পেটের মধ্যে আটকে আমার ক্ষিদে
তোমার ক্ষিধের পেটের নিচে বাস
তোমার ক্ষিধে লকডাউনেও বাঁচে
আমার খিদের ওটাই পরিহাস ll

ওই সেদিনও বাজিয়ে কাঁসর থালা
বেরিয়েছিলাম বারান্দারই ধারে
যদিও আসে খদ্দের দুই এক
বৃথাই আশা হারে কেবল হারে ll



এরই মধ্যে জ্বালতে বললে আলো
নষ্ট মেয়ের উনুনে ফুটছে জল
মুখে আগুন ওসব নাটকবাজির
শরীর মেলেই রাখছি অনর্গল ll

টর্চে দিয়ায় ভরিয়ে দিও রাতি
নষ্ট মেয়ের বলার কি বা আছে!
দাঁড়িয়ে আছি হেলান দিয়ে আজও
আঁধার মুখে তোমার পাড়ার কাছে ll

তবুও বলি পৃথিবী সারবে আবার
হয়তো থাকবো হয়তো মরে যাব
তবুও বলছি আমার পেটে ক্ষিদে
তোমরা শুধু পেটের নিচটা ভাবো ll

হোক পৃথিবী একটু মানবিক
ওদের যারা আনলে এ রাস্তায়
একটু খাবার ওদের জন্য হোক
ওরাও যেন একমুঠো ভাত পাকll

RELATED ARTICLES

Most Popular