Homeএখন খবরকুয়াশার দাপট চলছেই, ঝাড়গ্রামে উল্টে গেল পুলিশের বাস

কুয়াশার দাপট চলছেই, ঝাড়গ্রামে উল্টে গেল পুলিশের বাস

নিজস্ব সংবাদদাতা: শীতের ওঠা নামার মধ্যেই দাপটে ব্যাট করছে কুয়াশা। কুয়াশার ঘন দাপট জাঁকিয়ে বসেছে জঙ্গলমহলে। আর তারই জেরে ২৪ ঘণ্টার ব্যবধানে দু’দুটি দুর্ঘটনার স্বাক্ষী থাকল ঝাড়গ্রাম জেলা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানা থেকে কয়েকজন পুলিশ কর্মীকে নিয়ে ডিউটিতে যাওয়ার পথে বাড় বনিয়ার আছে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ধানজমিতে উল্টে যায় বাস। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই বাসের চালক-সহ পুলিশকর্মীদের উদ্ধার করেন। সকলেই কম-বেশি আহত হয়েছেন। তাঁদের ভর্তি করা হয়েছে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার সকালেও দুর্ঘটনা ঘটেছিল ঝাড়গ্রামে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার কম থাকায় বেলপাহাড়িতে রাস্তার পাশে রেলিং-এ ধাক্কা মারে একটি বাইক। ঘটনাস্থলেই মারা যান বাইক আরোহী। পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘন কুয়াশার কারনে দৃশ্যমানতা অত্যন্ত কম হওয়ায় দুর্ঘটনাগুলি ঘটছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য দু’দিন আগেই রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে ভারী কুয়াশার সতর্কবার্তা জারি করে বলা হয়েছিল যে জাতীয় এবং রাজ্য সড়কে গাড়ি চালানোর জন্য চালকদের ফগ লাইট ব্যবহার করতে হবে। 

RELATED ARTICLES

Most Popular