Homeএখন খবরমহাকাল মন্দির যাওয়া কাল হলো গ্যাং স্টার বিকাশ দুবের, উজ্জয়িনীর মন্দির সংলগ্ন...

মহাকাল মন্দির যাওয়া কাল হলো গ্যাং স্টার বিকাশ দুবের, উজ্জয়িনীর মন্দির সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ

বিশেষ সংবাদদাতা: মহাকাল মন্দির যাওয়া কাল হলো গ্যাং স্টার বিকাশ দুবে র । এই মন্দিরে পুজো দিতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়ে গেল আট জন পুলিশ কর্মীকে হত্যা সহ ষাটটির বেশি মামলায় অভিযুক্ত বিকাশ দুবে । বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির সংলগ্ন এলাকা থেকে ।
তবে গ্রেফতার করা হলেও তেজ এতটুকুও কমে নি উত্তর প্রদেশের ‘ মোস্ট ওয়ান্টেড’ এই গ্যাং স্টারের। মন্দির ঢোকার সময় তাকে চিনতে পারে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। সঙ্গে সঙ্গে পুলিশ কে খবর দেওয়ার পাশাপাশি তাকে ধরে তার পরিচয় জানতে চান নিরাপত্তা কর্মীরা। ঘেরা পড়ে গিয়েছেন বোঝার পরেও নিজের দাপট দেখান বিকাশ । চিৎকার করে বলেন ” মেঁ বিকাশ দুবে হুঁ। কানপুর ওয়ালা’। এটা শুনেই নিরাপত্তা কর্মীরা বুঝতে পারে তারা ঘিরে ধরেছে সঠিক লোককে। বিকাশ নিজের দাপট দেখানোর পরেই নিরাপত্তা কর্মীদের হাতে চড়থাপ্পড় খেতে হয় । সেখানে মুহুর্তের মধ্যে চলে আসে পুলিশ । মন্দির সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে বিকাশ দুবেকে। সেই বিকাশ দুবে যাকে উত্তর প্রদেশের পুলিশ এক সপ্তাহ ধরে হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছে । গত বৃহস্পতিবার রাতে উত্তর প্রদেশের কানপুর এলাকায় চৌবেপুর থানার ডিকরি গ্রামে বিকাশ দুবে আছে বলে নির্দিষ্ট খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালায় । পুলিশ গ্রামে পৌঁছাতে ই পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বিকাশের লোকজন । ওই হামলাতে দেবেন্দ্র মিশ্র নামে এক ডি এস পি পদমর্যাদার আধিকারিক সহ আটজন পুলিশ কর্মীর মৃত্যু হয়। তার পর থেকেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল বিকাশ দুবে । তার তিন সঙ্গীকে এনকাউনটারে খতম করা হয়েছে । গ্রেফতার করা হয়েছে তার ঘনিষ্ঠ কয়েকজনকে । তার পরেও ধরা যায় নি তাকে। উত্তর প্রদেশ এলাকায় ধরা না পড়লেও ওই হামলার এক সপ্তাহের মধ্যে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির সংলগ্ন এলাকাতে ধরা পড়ে গেলেন ওই গ্যাং স্টার ।

উজ্জয়িনীর কালেক্টর আশিষ সিং জানিয়েছেন, উজ্জয়িনীর মহাকাল মন্দির যাচ্ছিল বিকাশ দুবে । সেই সময়ে তাকে চিনতে পারে নিরাপত্তা কর্মীরা। সঙ্গে সঙ্গে পুলিশ কে খবর দেওয়া হয় ও নিরাপত্তা কর্মীরা তার পরিচয় জানতে চাইলে সে স্বীকার করে যে সেই বিকাশ দুবে । তাকে গ্রেফতার করার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।”

এদিকে মহাকাল মন্দির এলাকায় বিকাশ দুবে ধরা পড়েছে সেটা জানিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান।

2001 সালে বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের মন্ত্রী সন্তোষ শুক্লা খুনের ঘটনা য় অভিযুক্ত বিকাশ দুবে কে গত বৃহস্পতিবার রাতে ধরতে অভিযান চালায় চালায় উত্তর প্রদেশের কানপুর এলাকায় পুলিশ । ডিকরি গ্রামে পুলিশ পৌঁছাতেই পুলিশের ওপর হামলা হয় । বিকাশ দুবের বিরুদ্ধে অন্তত ষাট টি মামলা রয়েছে । সেখান থেকে সে পালিয়ে যায় । তবে পুলিশের অভিযানে ধরা পড়ে তার কয়েকজন সঙ্গী । এনকাউনটারে খতম হয়েছে তার তিন সঙ্গী ।
মঙ্গলবার রাতে বিকাশ দুবে র খোঁজে ফরিদাবাদ এলাকায় অভিযান চালায় উত্তর প্রদেশের এস টি এফ। কিন্তু সেখান থেকে বিকাশ দুবে । তবে বুধবার সকালে হিমাচল প্রদেশের হামিরপুরের মোহদা এলাকায় লুকিয়ে থাকা বিকাশ দুবে র এক সঙ্গী অমর দুবে কে খতম করে পুলিশ । পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার আরও দুই সঙ্গীর।
এই দিকে পুলিশের একাংশ বিকাশ দুবে র কাছে অভিযানের খবর পৌঁছে দিচ্ছে বলে নির্দিষ্ট খবর পাওয়ার পর চৌবেপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ তিনজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে । ওই থানার 58 জন পুলিশকে সরিয়ে দেওয়া হয়েছে ।
এই দিকে পুলিশের সূত্র জানিয়েছে যে চৌবেপুর থেকে বাইকে চড়ে পালিয়ে যায় বিকাশ । তার পরে সে একটি গাড়ি করে অন্য জায়গায় যায় । পরে গাড়ি ছেড়ে দিয়ে ট্রাকে করে পালিয়ে যায় । তার শেষ লোকেশন ট্র্যাক করা হয় মধ্যপ্রদেশের সীমান্তে, আউরিয়াতে। তার পরে আর হদিশ পাওয়া যায় নি তার । বিকাশ দুবে র যে সব আত্মীয় মধ্যপ্রদেশে আছে সেখানেও খোঁজ শুরু করে পুলিশ । তবে কোথাও তার সন্ধান পাওয়া যায় নি। শেষে মোস্ট ওয়ান্টেড এই গ্যাং স্টার ধরা পড়ে গেল মহাকাল মন্দিরে। পুলিশের কর্মীরা বলছেন, এই মহাকাল মন্দির যাওয়া কাল হলো গ্যাং স্টারের।

RELATED ARTICLES

Most Popular