HomeKolkata:পুলিশ আধিকারিক কন্যার অশালীন ছবি আর ফোন নম্বর দিয়ে ভুয়ো আয়কাউন্ট খুলে...
Array

Kolkata:পুলিশ আধিকারিক কন্যার অশালীন ছবি আর ফোন নম্বর দিয়ে ভুয়ো আয়কাউন্ট খুলে আমন্ত্রণ ‘খদ্দের’দের! গ্রেপ্তার তৃনমূল নেতার ছেলে

নিজস্ব সংবাদদাতা: শাসকদলের নেতার ছেলে মানেই রাজপুত্র। যে বালিকা চাই, সে বালিকাই চাই। নচেৎ বারোটা বাজিয়ে দিতে পারেন। এমনই এক তৃনমূল নেতার ছেলের পছন্দ হয়ে যায় সহপাঠিনীকে। কিন্তু সাড়া দেননি তিনি। এরপর ক্রমাগত ফোন আর ম্যাসেজ করে সাড়া পাওয়ার চেষ্টা। কিন্তু এরপরও উত্তর না পেয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল। এরপরও বিষয়টি মাত্রাছাড়া চেহারা নেওয়ায় থানায় গিয়ে কলেজের সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন পুলিশ কর্তার মেয়ে। সেই অভিযোগের ভিত্তিতে অবশেষে দুদিন পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল বিধাননগর পুলিশ। জানা গেছে বাবার ক্ষমতার জেরে নিজেকে বেতাজ বাদশা বলে মনে করা তৃণমূল নেতার সেই গুণধর ছেলের নাম অর্কদীপ কুন্ডু।

অন্যদিকে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করা ওই তরুণী হলেন একজন ডেপুটি পুলিশ সুপারের পদ মর্যাদা সম্পন্ন পুলিশ কর্তার কন্যা যিনি অভিযোগ দায়ের করতে গিয়ে জানিয়েছেন, উত্তরপাড়া পুরসভার এক কো-অর্ডিনেটরের ছেলে তাঁকে নিয়ে ফেসবুক কুরুচিকর পোস্ট করেছে। হোয়াটসঅ্যাপেও অশালীন মেসেজ পাঠিয়েছে। তাঁর আরও অভিযোগ যে, তাঁর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট তৈরি করেছিল ওই যুবক। এমনকী, তাঁর নম্বরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। ফলে রাজ্য তো বটেই, ভিন রাজ্য থেকেও ফোন করে তাঁকে বিভিন্ন নোংরা প্রস্তাব দেওয়া হচ্ছে। আর সেই একের পর এক ফোন পেয়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

অভিযোগ পাওয়ার পরই অত্যন্ত সন্তর্পনে তদন্তে নামে সাইবার ক্রাইম বিভাগের পুলিশ। অভিযুক্তের ফোন বাজেয়াপ্ত করে আপত্তিকর কোনও ছবি সে শেয়ার করেছে কিনা তা দেখাও হয়। দেখা যায় অভিযোগকারিনীকে রাতে একাধিকবার ফোন করেছে সে। আরও জানা গেছে, অভিযোগকারিনীর ফেসবুক প্রোফাইললে যুক্ত করা নম্বর থেকেই তাঁকে মেসেঞ্জারের বিভিন্ন গ্রপে জয়েন করানো হয়েছিল।

অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই রবিবার সকালে বারাসত থেকে অভিযুক্ত অর্কদীপ কুণ্ডুকে গ্রেপ্তার করা হয়। তোলা হয়েছে আদালতেও। অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে আদালত আবেদন করেছে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগের পুলিশ। প্রসঙ্গত, অভিযুক্তের অর্কদীপের বাবা উত্তরপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপক কুণ্ডু। বর্তমানে তিনি ওয়ার্ড কো-অর্ডিনেটর।

RELATED ARTICLES

Most Popular