Homeআন্তর্জাতিককরোনায় আক্রান্ত পোপ ! প্রবল গুজবে কাঁপছে ভ্যাটিকান সিটি

করোনায় আক্রান্ত পোপ ! প্রবল গুজবে কাঁপছে ভ্যাটিকান সিটি

নিজস্ব সংবাদদাতা: টানা কয়েকটি কর্মসুচী বাতিল, হাঁচি আর কাশি। মুখে সার্জিক্যাল মাস্ক। ৮৩বছরের পোপ ফ্রান্সিসের এই শেষ ছবিটা দেখা মিলেছিল গত কয়েক আগে। তারপর আর দেখা মেলেনি তাঁর। আর এতেই গুজবে টানটান ইতালির ভ্যাটিকান সিটি, পোপের নিজস্ব সাম্রাজ্য। এশিয়া ছাড়িয়ে ইউরোপের পথে কেভিড-১৯ বা নোবেল করোনা। ইতালিতেই প্রাথমিক আগ্রাসন ঘটেছে এই মারন ভাইরাসের। এরই মধ্যে পোপের কার্যালয় বাতিল করেছে বেশ কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে তাঁর সম্বোধন ভাষন আর তাতেই করোনার চেয়েও দ্রুত ছড়াচ্ছে গুজব।  যদিও পোপের মুখপাত্র মাত্তেও ব্রুনি এসব জল্পনা একেবারেই উড়িয়ে দিয়েছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার রোমের এক ধর্মীয় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা ছিল পোপ ফ্রান্সিসের। সঙ্গে ভ্যাটিকানের গণ্যমান্যদেরও থাকার কথা। কিন্তু আচমকা প্রায় শেষ মুহূর্তে সেই সফর বাতিল করে দেওয়া হয়। ওই দিন বিকেলে সেন্ট পিটার্স স্কোয়্যারে ক্যাথলিকদের বিশেষ ধর্মীয় আচার উপলক্ষে জমায়েত হওয়া হাজার জনের সমাবেশে অসুস্থ পোপকে দেখা যায়। কথা বলতে বলতেও বারবার কেশে উঠছিলেন ৮৩ বছর বয়সী পোপ। বক্তব্যের শুরুতেই তিনি ঘোষণা করেন দেন, “দুর্ভাগ্যবশত আমি ঠাণ্ডায় কাবু হয়ে গিয়েছি। এবার আর এই অনুষ্ঠানে যোগ দিতে পারছি না। আমি বাড়ি থেকেই সমস্ত নিয়মাবলি পালন করব। আপনাদের সঙ্গে থাকব।” ১৯৫০ সালের পর এই প্রথম ক্যাথলিকদের ওই বিশেষ অনুষ্ঠানে ভাষণ দিলেন না কোনও পোপ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুরারোগ্য একটি রোগে আক্রান্ত হওয়ায় মাত্র ২০বছর বয়সেই  পোপ ফ্রান্সিসের ফুসফুসের একটি অংশ বাদ দেওয়া হয়েছিল। তখন তিনি বুয়েনস আয়ার্সের বাসিন্দা। এখন, তিরাশিতে পৌঁছে সেই সংক্রান্ত সমস্যা দেখা যাওয়া খুবই স্বাভাবিক। পায়ে সাইটিকার ব্যথা হওয়ায় তাঁকে নিয়মিত ফিজিওথেরাপির মধ্যেও থাকতে হয়। সিঁড়ি ভাঙা নিষেধ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রথমদিকে মনে করা হচ্ছিল, এসব শারীরিক সমস্যার জেরে তিনি অসুস্থ হয়েছেন। ভ্যাটিকান সূত্রেও তেমনই খবর ছিল। কিন্তু ধীরে ধীরে দেখা যায়, তিনি বেশ অসুস্থ হয়ে পড়ছেন, একের পর এক ভাষণ বাতিল করতে হচ্ছে। কারণ, ভাষণ দেওয়ার মতো অবস্থায় পোপ নেই। আপাতত ভ্যাটিকানের সান্তা মার্তা গেস্টহাউসে তিনি রয়েছেন। নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে। আর সেটাই আরও আশঙ্কা তৈরি করছে।

RELATED ARTICLES

Most Popular