Homeআবহাওয়াআগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা; জানাল আবহাওয়া দপ্তর

আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা; জানাল আবহাওয়া দপ্তর

বিশ্বজিৎ দাস: বসন্তেই গ্রীষ্মের দাবদাহ পরিস্থিতি রাজ্যে। নির্বাচনী উত্তাপে সূর্যও যেন তেজ বাড়াচ্ছে; বিশেষ করে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তেই সূর্যের প্রখর রোদে নাজেহাল দশা হচ্ছে বাসিন্দাদের। দিন কয়েক আগে অবশ্য বিকেলের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হয়েছে। তার পর থেকেই খানিকটা বদল এসেছে আবহাওয়ায়। তীব্র গরম না থাকলেও দিনভর অস্বস্তিকর পরিবেশ অবশ্য বজায় আছে। তবে এবার স্বস্তির বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

আমাদের এই রাজ্যে চৈত্রের শেষ থেকেই দাপট দেখাচ্ছে গরম। বেলা বাড়তেই চাঁদিফাটা রোদে নাজেহাল দশা রাজ্যবাসীর। বিশেষ করে রাজ্যের দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতে গরম বাড়ছে। তবে আসার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড়েক সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গেই নয়, আগামী দু’দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে,আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টিও হতে পারে। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ঝোড়ো হাওয়া।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আগামী ৪৮ ঘণ্টা ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সম্ভাবনা। তার প্রভাব পড়তে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও।

RELATED ARTICLES

Most Popular