Homeএখন খবরভোট-পরবর্তী হিংসা অব্যাহত! সন্ত্রাসের ভয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠলেন গৃহবধূ।

ভোট-পরবর্তী হিংসা অব্যাহত! সন্ত্রাসের ভয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠলেন গৃহবধূ।

নিউজ ডেস্ক: ভোট পরবর্তী হিংসার জেরে ভয়ে কোলের সন্তান নিয়ে বাপের বাড়ি গিয়ে উঠলেন সোনারপুর উত্তরের এক বধূ। সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ অঞ্চলের চামুরহাট অঞ্চলে ভোট মিটে গিয়েছে ১০ এপ্রিল। তবে এখনও আতঙ্কের পরিবেশ রয়েছে সেই অঞ্চলে।

বিজেপি সমর্থকদের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। অভিযোগ, মহিলাদের শ্লীলতাহানিও করা হয়েছে। ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। পরিস্থিতি এমন, সন্ত্রাসের ভয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠলেন এক গৃহবধূ।

স্থানীয় গৃহবধূ সন্ধ্যা মণ্ডল ও ললিতা মাকাল এখনও আতঙ্কে রয়েছেন। তাদের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল সমর্থকদের বাড়িতে ঢোকে একদল দুষ্কৃতি। লাথি মেরে জানলা, দরজা ভেঙে দেয়। বাড়িতে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় তারা। মহিলাদের মারধর করে। শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। এমনকি, শুধু ধর্ষণ নয় গৃহবধূর কোলের সন্তানকে খুন করারও হুমকি দেওয়া হয়। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ সন্ধ্যা মণ্ডলের। সেই কারণেই ভয়ে ওই গৃহবধূ সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে গিয়েছেন বলে জানান তিনি।

তবে বিজেপির মণ্ডল সভাপতি তরুণ অধিকারী বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পালটা অভিযোগ, তৃণমূলই এলাকায় দীর্ঘ দিন ধরে সন্ত্রাস চালাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular