Homeএখন খবররাজবংশীদের কথা একমাত্র ভাবে কেন্দ্রীয় সরকার,রাজ্য সরকারের প্ররোচনায় তারা বিক্ষোভ দেখান,যা নিন্দনীয়...

রাজবংশীদের কথা একমাত্র ভাবে কেন্দ্রীয় সরকার,রাজ্য সরকারের প্ররোচনায় তারা বিক্ষোভ দেখান,যা নিন্দনীয় :প্রহ্লাদ সিং প্যাটেল

নিউজ ডেস্ক: রাজবংশী ভোট ব্যাংক অন্যতম টার্গেট বিজেপির এই বিধানসভা নির্বাচনে।রাজবংশীদের তুষ্ট রাখতে সব কৌশল প্রয়োগ করতে শুরু করেছে।কোচবিহারে এসেছিলেন স্বয়ং অমিত শা।কেন্দ্রীয় মন্ত্রীদের আনাগোনা বেড়েছে উত্তরে।

কোচবিহার রাজবাড়ীতে কেন্দ্রীয় সরকারের তরফে আয়োজিত অনুষ্ঠানের আগে গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের বিক্ষোভের তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল । রবিবার রাজবাড়ীর এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ওই অনুষ্ঠানে যোগ দেন প্রহ্লাদ সিং প্যাটেলও ।

কিন্তু রাজ্যপালের অনুষ্ঠানের আগে বংশীবদন বর্মনের নেতৃত্বে বিক্ষোভ দেখায় জিসিপিএ । এরপরই রাজ্য রাজনীতিতে তীব্র সমালোচনা শুরু হয় ।

রবিবার কোচবিহারের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে শিলিগুড়িতে ইসকন মন্দিরে পুজো দিতে যান প্রহ্লাদ সিং প্যাটেল । পাশাপাশি উপস্থিত ছিলেন অরবিন্দ মেনন ।

পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রহ্লাদ সিং প্যাটেল বলেন, “এর থেকে বড় নিন্দনীয় ঘটনা হতে পারেনা। দেশের মধ্যে কোচবিহারের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মাহাত্ম্য রয়েছে । রাজবংশীদের সংস্কৃতি , তাদের সম্মান ও স্বভিমানের জন্যই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান অবশ্যই হবে। জাতীয় স্তরের ওই অনুষ্ঠানের বিরোধীতা করার কোন মানে হয় না।”

RELATED ARTICLES

Most Popular