Homeএখন খবরসোমবার কলকাতা সহ বিভিন্ন জেলায় প্রাক-বর্ষার বৃষ্টি, চলতি সপ্তাহেই রাজ্যে ঢুকতে পারে...

সোমবার কলকাতা সহ বিভিন্ন জেলায় প্রাক-বর্ষার বৃষ্টি, চলতি সপ্তাহেই রাজ্যে ঢুকতে পারে বর্ষা, দাবি আবহাওয়াবিদদের

ওয়েব ডেস্ক : সারাদিন ভ্যাপসা গরমের পর অবশেষে সোমবার বিকেলে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রাজ্যে বর্ষা আসার আগে প্রাক-বর্ষার বৃষ্টির যে আবির্ভাব হবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই অনুযায়ী গত কয়েকদিন ধরে বিকেল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হচ্ছে বৃষ্টি।

হাওয়া অফিসের পূর্বাভাস অনু্যায়ী সোমবার কলকাতা,দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে সুন্দরবন অঞ্চলে এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তবে এদিন শুধুমাত্র কোলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকা নয় বৃষ্টি হয়েছে হাওড়া-হুগলি-সহ একাধিক জেলায়। সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। সারাদিন গরমের দাপটের পর বিকেলে স্বস্তির বৃষ্টিতে স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছে শহর থেকে শহরতলি।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে কেরলে। এ রাজ্যেও চলতি সপ্তাহেই ঢুকতে পারে বর্ষা এমনটাই বলছেন হাওয়া অফিস। সোমবারের পর মঙ্গলবারেও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

RELATED ARTICLES

Most Popular