Homeএখন খবরভোর রাতে পুলিশের গুলিতেই নিহত প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষন ও খুনে অভিযুক্ত চার...

ভোর রাতে পুলিশের গুলিতেই নিহত প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষন ও খুনে অভিযুক্ত চার আসামী, ‘ভগবান’য়ের বিচার বললেন আইনমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার ভোর রাতে হায়দরাবাদ গণধর্ষন খুন কাণ্ডে চার অভিযুক্তই পুলিসের গুলিতে নিহত হয়েছে বলে জানা গেছে। পুলিশের দাবি এদিন কাকভোরে ঘটনা পুনর্নির্মাণের সময়ে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে তারা। সেই সময় পুলিশের গুলিতে নিহত হয় ওই চার অভিযুক্ত। যদিও অনেকেই বিষয়টিকে পুলিশের সাজানো খুনের ছক বলেই মনে করছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে রাত সাড়ে তিনটের সময় ওই চার অভিযুক্ত মহম্মদ আরিফ, জলু শিবা , জলু নবীন এবং চিন্তাকুন্তা চেন্নাকেশবালুকে নিয়ে সেই আন্ডারপাশের কাছে যায় যেখান থেকে প্রিয়াঙ্কা রেড্ডির দগ্ধ দেহ পাওয়া গেছিল ২৮শে নভেম্বর। উদ্দেশ্য ছিল ২৭তারিখ রাতে তরুনী পশু চিকিৎসক ২৬বছর বয়সী প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষন ও খুনের ঘটনার পুনর্নির্মাণ করা। সেই সময় ওই চারজন পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে দাবি পুলিসের। এরপরই ধাওয়া করে গুলি এনএইচ ৪৪ -এর ওপর গুলি চালায় পুলিস। যেখানে তরুণীর দেহ মেলে তার খুব কাছেই এনকাউন্টার।

ভিড় ভেঙে পড়েছে এনকাউন্টার স্থলে 

 উল্লেখ্য ২৭তারিখ রাতে পাংচার হয়ে যাওয়া স্কুটি নিয়ে হায়দ্রাবাদ-বেঙ্গালুরু জাতীয় সড়কের ওপর সাধনগর টোলপ্লাজায় হাজির হয়। তখনই ওই চারজন তাঁকে সাহায্য করার অছিলায় সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে জাতীয় সড়কের ওই আন্ডারপাশের তলায় নিয়ে গিয়ে ফাঁকা জায়গায় ধর্ষন করার পর শ্বাসরোধ করে খুন করে এবং পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দেশজুড়ে সমালোচনার ঝড়ের মুখেই ২৯তারিখ গ্রেপ্তার হয় চারজন। অভিযুক্তদের দ্রুত এবং দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে সোচ্চার হয় গোটা দেশ। ফলে হায়দ্রাবাদ পুলিশের ওপর চাপ বাড়তে থাকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চার অভিযুক্তর একই সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হওয়ার ঘটনা আদতে পুলিশের নিরাপত্তা দেওয়ার ব্যর্থতাকে ঢাকার চেষ্টা বলেই মনে করছেন অনেকে। মানবাধিকার কর্মী সহ বহু সমাজকর্মী এই ধরনের এনকাউন্টারকে সাজানো ঘটনা বলেই মনে করছেন। কারও কারও মতে বিচার প্রক্রিয়া ছাড়াই পুলিশের নিজস্ব শাস্তি দেওয়ার এই প্রবনতা আর গনপিটুনিতে কাউকে মেরে ফেলা আদতে একই জিনিস।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুই ক্ষেত্রেই আইন নিজের হাতে তুলে নেওয়া। তেলেঙ্গানার আইনমন্ত্রী ইন্দ্র কুমার রেড্ডি ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, ‘গোটা দেশ ওই চার দুর্বিত্তের দ্রুত সাজা চেয়েছিল। ভগবান সেই সাজা দিয়েছেন।’ 

RELATED ARTICLES

Most Popular