Homeএখন খবরতরুনী প্রিয়াঙ্কার ধর্ষনকারী ও খুনিদের দ্রুত শাস্তির দাবিতে উত্তাল খড়গপুর, ঝাড়গ্রাম

তরুনী প্রিয়াঙ্কার ধর্ষনকারী ও খুনিদের দ্রুত শাস্তির দাবিতে উত্তাল খড়গপুর, ঝাড়গ্রাম

নিজস্ব সংবাদদাতা : ২৬বছরের তরুনী, পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির গণধর্ষণ ও নৃংশস ভাবে অগ্নিদগ্ধ করে হত্যা অথবা হত্যার পর জ্বালিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা দেশ। হায়দ্রাবাদের ওই বীভৎসতার  প্রতিবাদে দেশজুড়ে দোষীদের অবিলম্বে কঠিন শাস্তির দাবি নিয়ে পথে নেমেছে আমজনতা। সেই দাবিতে সোমবার বিক্ষোভ, প্রতিবাদ, মিছিলে ফেটে পড়তে দেখা গেল খড়গপুর থেকে ঝাড়গ্রামকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার সমাজের সর্বস্তরের মানু্ষের প্রতিবাদ ধ্বনিত হতে দেখা গিয়েছে ওই দুই এলাকায়। এদিন ঝাড়গ্রাম জেলার কাপগাড়ী সেবা ভারতী মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কলেজের সামনে বিক্ষোভ দেখায়। কলেজপড়ুয়ারা দোষীদের যেন ফাঁসি হয় তার দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কলেজের সামনে। এবং ডঃ প্রিয়াঙ্কা রেড্ডির ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে তাঁর আত্মার শান্তি কামনাই কলেজের ছাত্র-ছাত্রীরা।

অন্যদিকে খড়গপুর শহরের রবীন্দ্রপল্লী, ডিভিসি, মায়াপুর এলাকা জুড়ে এদিন একটি প্রতিবাদ মিছিল করে নিখিলবঙ্গ যুব ও ছাত্র ফেডরেশন এবং পশ্চিমবঙ্গ মহিলা সমিতির সদস্য সদস্যারা। তাঁরা আজ মনে করিয়ে দিয়েছেন দণ্ড ঘোষনার পরও এখনও তা কার্যকরী হয়নি নির্ভয়া কান্ডের ধর্ষক ও খুনিদের। প্রিয়াঙ্কা রেড্ডি কান্ডে অতি দ্রুত বিচার চাই ও দ্রুততার সঙ্গে দোষিদের শাস্তি প্রদান করতে হবে এই দাবি নিয়ে প্রায় ৫কিলোমিটার মিছিলে সামিল হল এই সংগঠনগুলি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য অন্ধ্রপ্রদেশের আইনমন্ত্রী ইতিমধ্যেই ঘোষনা করেছেন যে ফার্স্টট্র্যাক আদালত গঠন করে দ্রুত বিচার শেষ করবে রাজ্যর আইন মন্ত্রক। 

RELATED ARTICLES

Most Popular