Homeএখন খবরবিএসএনএলে কর্মী ছাঁটাই ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ তৃনমূল কর্মী ইউনিয়নের

বিএসএনএলে কর্মী ছাঁটাই ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ তৃনমূল কর্মী ইউনিয়নের

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় টেলিফোন ব্যবস্থায় মোদি সরকারের পরিকল্পিত আকাল ডেকে আনার প্রতিবাদে মেদিনীপুর শহরে বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল নিয়ন্ত্রিত বিএসএনএল কর্মচারী ইউনিয়ন। তাঁদের দাবি বকেয়া বেতন না মিটিয়েই অস্থায়ী কর্মী ছাঁটাই করেছেন কর্তৃপক্ষ।ক্ষুব্ধ  বিএস এন এলের কর্মীরা মঙ্গলবার  মেদিনীপুর আঞ্চলিক কার্যালয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন এক সময়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তৃণমূল সমর্থিত বিএসএনএলের শ্রমিক ইউনিয়নের নেতা সন্দীপ পাল জানান  , আমরা কয়েকজন প্রতিনিধি মিলে প্রথমে জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাইছিলাম কিন্ত উনি সময়ই দিলেননা আমাদের । তখনই ক্ষুব্ধ কর্মীরা গেটে তালা লাগিয়ে দেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন বাবলা সেনগুপ্ত , তপন সেনগুপ্ত , তৃণমূল জেলা যুব সভাপতি
প্রসেনজিৎ চক্রবর্তী প্রমূখরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যুব সভাপতি জানান,  ” ছাঁটাই হওয়া এবং বেতন না পাওয়া শ্রমিক কর্মীরা এদিন দুপুরে আলোচনার জন্য জেনারেল ম্যানেজার লীলা মারান্ডির সঙ্গে দেখা করতে চাইছিলেন। আমরা তাঁদের প্রতিনিধি হিসাবে তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কিন্ত জিএমের ভুমিকাই কর্মচারীদের ক্ষুব্ধ করে তোলে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপরই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। বাইরের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে তালা খুলে সেখানে ঘেরাও বিক্ষোভ শুরু হয়। ৩৫ জন নিরাপত্তা রক্ষী সহ ১১৬ জন অস্থায়ী কর্মীদের ছাঁটাই করা হয়েছে।  অনেক কর্মী গত ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাঁরা তিনদিন সময় দিয়েছেন। এরমধ্যে কোনো সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।জেনারেল ম্যানেজার লীলা মারান্ডি বলেন, নীতি নির্ধারন করার ক্ষমতা আমাদের হাতে নেই এটা উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন। আমরা সেটা মেনেই কাজ করেছি। এ বিষয় আগেও ওনাদের বলেছি। নতুন করে আলোচনার কিছু নেই। 

RELATED ARTICLES

Most Popular