Homeএখন খবরপুজোর ছুটি বাড়িয়ে গরমের ছুটি কমানো হল স্কুলে! খুশির হাসি পড়ুয়াদের মুখে

পুজোর ছুটি বাড়িয়ে গরমের ছুটি কমানো হল স্কুলে! খুশির হাসি পড়ুয়াদের মুখে

নিজস্ব সংবাদদাতা :কোভিড আবহে স্কুলে যাওয়া বন্ধ।অনলাইন ক্লাস চলছে সর্বত্র।গরমের ছুটি,পুজোর ছুটি কিছুই বোঝা যায়নি চলতি শিক্ষাবর্ষে।এরই মধ্যে আগামী শিক্ষাবর্ষে পুজোয় টানা 26 দিন ছুটির ঘোষণায় খুশি পড়ুয়ারা।

সদ্য রাজ্যের শিক্ষাদপ্তর আগামী শিক্ষাবর্ষে স্কুলের ছুটির তালিকা প্রকাশ করেছে। আর তাতে দেখা গিয়েছে, ২০২১এ সরকারি স্কুলগুলিতে মে মাসের ২৪ তারিখ থেকে জুন মাসের ৩ তারিখ পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি থাকবে। পুজোর ছুটি থাকবে টানা ২৬ দিন অর্থাৎ ১১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত। ২০২১ সালের শিক্ষাবর্ষে নতুন দু’দিন ছুটি সংযোজিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন এবং ৯ এপ্রিল, হরিচাঁদ ঠাকুরের জন্মদিন।

আগামী বছর মোট ৬৫ দিন ছুটি রাজ্য সরকারি স্কুলগুলিতে। নেপালি কবি ভানুভক্তের জন্মদিন ১৩ জুলাই। সেই দিন দার্জিলিং এবং কালিম্পং জেলার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি যেসব স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সিট পড়বে, সেই স্কুলে অতিরিক্ত ছুটি থাকবে।

মাধ্যমিকের জন্য ৯ দিন এবং উচ্চ মাধ্যমিকের জন্য ১৩ দিন ছুটি পাবে সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এছাড়াও স্কুলগুলি বছরে অতিরিক্ত আরও ৫ দিন ছুটি নিতে পারবে। সেই অধিকারও দেওয়া হয়েছে এবার থেকে স্কুলগুলিকে। করোনার কারণে বন্ধ রয়েছে রাজ্যের সব স্কুল। কবে খুলবে, সে সম্পর্কে নিশ্চিত ধারণা তৈরী হয়নি।

এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাকালীন সময় যে যে ছুটির দিন পড়বে, সেই ছুটি পরবর্তীতে নেওয়া যাবে না।
শিক্ষাবর্ষের তালিকায় দেখা গিয়েছে, আগামী শিক্ষাবর্ষে মোট ২৩৬ দিন নির্দিষ্ট হয়েছে পঠন-পাঠনের জন্য। যেসব স্কুলে মাধ্যমিকের সিট পড়বে সেখানে ২২৭ দিন স্কুল হবে এবং যেখানে উচ্চমাধ্যমিকের সিট পড়বে সেখানে ২২৩ দিন স্কুল হবে। পাশাপাশি ছটপুজোর জন্য আগামী বছর থেকে টানা দু’দিন ছুটি পাচ্ছে পড়ুয়ারা।

RELATED ARTICLES

Most Popular