Homeএখন খবরসকলের কথা পরিবারের উদ্যোগে কবিগুরুর জন্মদিনে অন্নদান কর্মসূচী

সকলের কথা পরিবারের উদ্যোগে কবিগুরুর জন্মদিনে অন্নদান কর্মসূচী

অরুণ কুমার সাউ , তমলুক:২৫ শে বৈশাখ বাঙালী তথা ভারতবাসীর কাছে একটা উৎসবের দিন।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিটি বাঙালির প্রাণের ঠাকুর। আজ কবির জন্মদিন সমগ্র ভারতবাসী তথা বাঙালি আড়ম্বরের সাথে পালন করার কথা ভাবলেও তা পারেনি। করোণা মহামারী তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন স্থানে বর্ণহীন হয়েছে আজকের জন্মদিন পালন উৎসব।করোনার কোপে বন্ধ হয়েছে বিভিন্ন স্থানের কবি প্রণাম অনুষ্ঠান। আজ ৮ মে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের সকলের কথা পরিবারের পক্ষ থেকে গ্রহণ করেন মানবিক উদ্যোগ।এলাকায় বৃহৎ সংখ্যক মানুষদের অন্নদান কর্মসূচির মধ্য দিয়ে কবি গুরুকে শ্রদ্ধা জানানো হলো ।

আজ সকালে কবি, সাহিত্যিক, লেখক, রাজনৈতিক-অরাজনৈতিক, প্রশাসনিক,সাধারণ মানুষ সকলের উপস্থিতিতে কবিগুরুকে স্মরণ করে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে আজকের অন্নদান কর্মসূচি শুরু হয়। ৮, ৯, ১০ মে এই তিনদিন ২০০০ সমস্যাদীর্ণ মানুষের হাতে অন্ন-ব্যাঞ্জন তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সকলের কথা পরিবার। লকডাউন পর্বের সমস্ত বিধি-নিষেধ মান্য করে সকলের কথা পরিবারের এই অন্নদান কর্মসূচি চলছে। করোনা লকডাউনে কষ্টে থাকা মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এলাকার ১৬ টি ক্লাব কর্তাদের হাতে ডাল-ভাত-তরকারি ও ডিমের ঝোল সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।ক্লাব গুলি স্থানীয় অসহায় মানুষদের মধ্যে তা বিতরণ করে। মহিষাদলের কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চ থেকে তিনদিন ধরে অর্থাৎ রবিবার পর্যন্ত এই কর্মসূচি চলবে।আজ সুচনা লগ্নে উপস্থিত ছিলেন মহিষাদলের বিডিও জয়ন্ত দে, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন।

মহিষাদলের বিডিও জয়ন্ত দে বলেন, “সকলের কথা পরিবার অনেক বড় একটা উদ্যোগ নিয়েছে। অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই মহতি অবশ্যই প্রশংসার যোগ্য। এই অন্নদান কর্মসূচি গ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।” সকলের কথা পরিবারের পক্ষ থেকে সুজিত ভৌমিক বলেন,“ আমাদের সামর্থ্য অনুযায়ী বছরের বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে থাকি। বর্তমানে কঠিন পরিস্থিতিতে আমাদের সামর্থ্য অনুযায়ী অন্নদান কর্মসূচী গ্রহণ করলাম আজকে রবি ঠাকুরের জন্মদিনে। কয়েক হাজার মানুষের অন্ন দানের ব্যবস্থা সুনিশ্চিত করেছি। আমরা মনে করি সকল মানুষ সঙ্গে আছেন, তাই আগামী দিনে আরো এগিয়ে যাব আজকের কর্মসূচি তার একটা সোপান। অসহায় মানুষের পাশে থাকতে আগামী দিনে এ ধরনের কর্মসূচি আরো গ্রহণ করব।”

RELATED ARTICLES

Most Popular