Homeএখন খবরভাইরাসের বাড়বাড়ন্তের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের দূরদর্শিতার নেতৃত্বের অভাবকেই দায়ী করলেন রঘুরাম

ভাইরাসের বাড়বাড়ন্তের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের দূরদর্শিতার নেতৃত্বের অভাবকেই দায়ী করলেন রঘুরাম

নিউজ ডেস্ক: রঘুরাম রাজন ২০১৩ সালে রিজার্ভ ব্যাঙ্কের প্রধান পদে আসীন হয়েছিলেন। কেন্দ্রে মোদী ক্ষমতায় আসার পর দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং পাশাপাশি আরবিআই লভ্যাংশ এবং সুদের হারের বিষয়ে পদ শিবিরের সঙ্গে মতানৈক্য হয় গভর্নরের। পরবর্তীতে পদ ছাড়ার পর মোদী সরকারের ডিমনিটাইজেশন নীতি নিয়েই সরব হয়েছিলেন রঘুরাম রাজন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর এই রঘুরাম রাজন গত বছরের মতো চলতি বছরেও করোনা
ভাইরাসের বাড়বাড়ন্তের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের “দূরদর্শিতার, নেতৃত্বের অভাব”কেই দায়ী করেছেন।

সম্প্রতি সংবাদমাধ্যম ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রঘুরাম রাজন বলেন, “এখনও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। ব্রাজিলে যা হয়েছিল সতর্ক না হলে সেই পরিস্থিতি মারাত্মক আকার নিয়ে ফিরে আসতে পারে।”

ভারতবর্ষে গত রবিবার রেকর্ড সংখ্যাক মৃত্যু হয়েছে। দৈনিক আক্রান্ত এখনও সাড়ে তিন লক্ষের বেশি। সংক্রমণ রুখতে লকডাউন শুরু কথা মোদী সরকারকে ভাবতে বলছে সুপ্রিম কোর্ট।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ এবং বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রঘুরাম রাজন বলেন, “আত্মতৃপ্তি আমাদের ক্ষতি করছে।”

RELATED ARTICLES

Most Popular