Homeএখন খবরট্রেন দেরিতে তুলকালাম হাওড়া স্টেশন, ভাঙচুর, গ্রেপ্তার

ট্রেন দেরিতে তুলকালাম হাওড়া স্টেশন, ভাঙচুর, গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা: নির্ধারিত সময়ের চাইতে দেরিতে ট্রেন চলার জেরে হাওড়া স্টেশনে ভাঙচুর চালাল যাত্রীরা। উত্তেজিত যাত্রী দের হাত থেকে রেহাই পাননি নিরাপত্তারক্ষীরাও । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরাও। ঘটনায় জড়িত ৫ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে বলেই জানা গিয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার বেলা ১১ টা ২৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে পুর্ব রেলের একটি প্ল্যাটফর্মে । সূত্রের খবর, এদিন প্রায় ৪৫ মিনিট দেরিতে হাওড়া স্টেশনে ঢোকে ডাউন আরামবাগ লোকাল। ওই ট্রেনটিই আপে ব্যান্ডেল যাওয়ার কথা ছিল। কিন্তু ডাউনে ট্রেনটি দেরিতে ঢোকার কারণে আপ ব্যান্ডেল লোকালটি ছাড়তে পারেনি। ফলে আপ ব্যান্ডেল লোকালের যাত্রীরাও দীর্ঘক্ষণ ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন। ডাউন ট্রেনটি হাওড়া ঢুকতেই আরামবাগ লোকালের যাত্রীরা ট্রেনের গার্ডের উপর চড়াও হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন আপ ট্রেনের যাত্রীরাও। এরপরই স্টেশন ম্যানেজারের উপর চড়াও হয় যাত্রীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তেজিত যাত্রীরা স্টেশনের ম্যানেজারের ঘরের টেবিল ও দরজায় ব্যাপক ভাঙচুর চালায় । মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে স্টেশন চত্বর। ব্যাহত হয় ট্রেন চলাচল। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় আরপিএফ। বিক্ষোভের মাঝে পড়ে আহত হন পুলিশ কর্মীরা। এরপরই ঘটনাস্থল থেকে ৫ যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এ প্রসঙ্গে পূর্ব রেলের সিপিআরও নিখিল চক্রবর্তী জানান,”শনিবার ট্রেন কিছুটা দেরিতে চলছিল। সেই কারণে যাত্রীরা ক্ষোভপ্রকাশ করে। স্টেশন ম্যানেজারের ঘরে ব্যাপক ভাঙচুর চালায় যাত্রীরা।” তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে ।

RELATED ARTICLES

Most Popular