Homeএখন খবর'স্পেশাল কুপন' এর মাধ্যমে রাজ্যে রেশন চালু হল পরিযায়ী শ্রমিকদের

‘স্পেশাল কুপন’ এর মাধ্যমে রাজ্যে রেশন চালু হল পরিযায়ী শ্রমিকদের

ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই বাংলায় ফিরেছে প্রায় ১০ লক্ষ পরিযায়ী শ্রমিক৷ পরিযায়ী শ্রমিকদের ফেরা নিয়ে রাজ্যে শাসক-বিরোধী বিতর্কও কম হয়নি। তাদের সংস্থান নিয়েও চলেছে নানা বিতর্ক। এর মাঝেই রাজ্য সরকারের তরফে পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দেওয়ার কাজ শুরু হল। তবে শুধু যে এরাজ্যে ফেরত আসা পরিযায়ীরাই বিনামূল্যে রেশন পাবেন তা কিন্তু নয়। একই সুবিধা পাবেন এই রাজ্যে এসে আটকে থাকা অন্যরাজ্যের পরিযায়ী শ্রমিকরাও। ইতিমধ্যেই জেলা শাসকদের সাথে কথা বলে ‘স্পেশাল কুপন’ এর ব্যবস্থা করেছেন রাজ্য খাদ্য দফতর। কুপন পিছু থাকছে ৫ কেজি চাল ও ১ কেজি গোটা ছোলা। কুপনগুলি জেলাশাসকদের তরফে পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবার থেকে পরিযায়ীরা রেশন দোকানে এই কুপন দেখালেই পর্যাপ্ত রেশন পাবেন।

এবিষয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, “অন্য রাজ্যের মতো আমরা ভিন রাজ্যের শ্রমিকদের জোর করে ফেরত পাঠাইনি। আমরা সবাইকে এই রেশন দিচ্ছি। প্রায় ৬০ লক্ষ মানুষকে এই রেশন দেওয়া হবে। তার মধ্যে প্রথম দিনেই প্রায় ২ লক্ষ গ্রাহক এই রেশন তুলেছেন। এই কঠিন পরিস্থিতিতে সবাই খেয়ে বাঁচুক। জুন ও জুলাই মাস জুড়ে এই রেশন দেওয়া হবে।”

রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন,
“সকলকে সুষ্ট ভাবে রেশন দেওয়া হচ্ছে। কারও থেকে কোনও অভিযোগ এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি। গতকাল থেকে রাজ্যের সমস্ত রেশন দোকানে শুরু হল ডাল দেওয়া। তবে ডাল তারাই পাবেন যারা অন্ত্যোদয় অন্ন যোজনা, পি এইচ এইচ ও এস পি এইচ এইচ গ্রাহক। এপ্রিল মাসে যে ডাল দেওয়ার কথা ছিল, সেই ডাল এখন দেওয়া শুরু হল জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে। এখন দেওয়া হচ্ছে মসুর ডাল।”

জানা গিয়েছে, মে মাস থেকেই রেশনে ডাল দেওয়ার কথা ছিল কিন্তু কেন্দ্রের তরফে প্রথমে রাজ্যে ছোলার ডাল পাঠানোর কথা বলা হয়েছিল। কিন্তু রাজ্য তাতে বাধা দেওয়ায় কয়েকমাস যাবত চলে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন। শেষ পর্যন্ত রাজ্য জানায় মুগ কিংবা মসুর দিলে তবেই নেবে রাজ্য কিন্তু কোনওমতেই ছোলার ডাল নেওয়া হবেনা। এরপর রাজ্যের সিদ্ধান্তে রাজি হয়ে অবশেষে কেন্দ্র ১৪ হাজার ৫৩০ মেট্রিক টন মসুর ডাল এরাজ্যে পাঠায়। আপাতত এই এই ডাল পাবেন কেন্দ্রের গরীব কল্যাণ যোজনার আওতায় থাকা দেড় কোটি মানুষ।

RELATED ARTICLES

Most Popular