Homeঅন্যান্যমাসে তোলা যাবেনা ৫০হাজারের বেশি, রিজার্ভ ব্যাঙ্কের নতুন নির্দেশিকায় আতঙ্ক ব্যাঙ্ক পরিষেবায়

মাসে তোলা যাবেনা ৫০হাজারের বেশি, রিজার্ভ ব্যাঙ্কের নতুন নির্দেশিকায় আতঙ্ক ব্যাঙ্ক পরিষেবায়

নিজস্ব সংবাদদাতা : পি.এফে সুদের হার কমিয়েছে মোদি সরকার। ৮.৬৫ থেকে হয়েছে ৮.৫ শতাংশ। ঘোষনায় মন খারাপ চাকুরিজীবীদের তারমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক ঘোষনা করল ইয়েস ব্যাংক গ্রাহকরা মাসে ৫০ হাজারের বেশি টাকা তুলতে পারবেননা! লেনদেনের এই আর্থিক মূল্য বেঁধে দেওয়ায় এবার আতঙ্ক বেসরকারি ব্যাঙ্কগুলির গ্রাহকদের মধ্যে।

লক্ষ লক্ষ টাকা জমা রাখার পর মাসে মাত্র ৫০হাজার ! আগামী ১ মাসের জন্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার থেকে ব্যাংকের সমস্ত অনলাইন ব্যাংকিং পরিষেবা এবং মোবাইল ব্যাংকিং পরিষেবাও থেকে বন্ধ করে দেওয়া হয়েছে । এখন ব্যাঙ্ক অথবা এটিএমের সামনে দাঁড়ানো ছাড়া উপায় নেই। আরবিআইয়ের তরফে হঠাৎ করে জারি হওয়া বিজ্ঞপ্তিকে ঘিরে ব্যাংক গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

অনেকেই ইয়েস ব্যাংকের বিভিন্ন এটিএমের সামনে ভিড় করছেন বলে জানা গিয়েছে।
রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, ব্যাংকের আর্থিক অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছে। গ্রাহকদের আস্থা ফেরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংকের তরফে জারি করা এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে,ইয়েস ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসকে আগামী ৩০ দিনের জন্যে কোনও কাজ না করার জন্যে বলা হয়েছে।

যদিও ব্যাংক চালানোর জন্যে একজন পরিচালক নিয়োগ করেছে আরবিআই। যিনি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রাক্তন ফিনান্স অফিসার।
দেশের সরকারি বেসরকারি ব্যাঙ্কগুলি নিয়ে এমনিতেই আশংকার পরিবেশ তৈরি হয়েছে। কিছুদিন আগেই বেশ কয়েকটি সরকারি ব্যাঙ্ককে সংকটের কারনে একসাথে সংযুক্তি করন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে অবলুপ্তির পথে কয়েকটি সরকারি ব্যাঙ্ক। সমস্ত সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার কমছে। এরকম পরিস্থিতিতে ইয়েস ব্যাঙ্কেই এই সংকট সীমাবদ্ধ থাকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।

RELATED ARTICLES

Most Popular