Homeএখন খবরনতুন Software Update নিয়ে হাজির Realme Narzo 10 সিরিজ

নতুন Software Update নিয়ে হাজির Realme Narzo 10 সিরিজ

টেক ডেস্কঃ  Realme কোম্পানির তরফ থেকে এই নতুন আপডেটের বিষয়ে কমিউনিটি ফোরামে পোস্ট করে জানানো হয়েছে। Realme তাদের Narzo সিরিজে সম্প্রতি নতুন Software আপডেট দেওয়া হয়েছে। কোম্পানি তরফ থেকে Realme Narzo 10 এ নতুন firmware version RMX2020_11.A.29 এর আপডেট দেওয়া হয়েছে। সেখানেই Realme Narzo 10A তে RMX2020_11.A.41 আপডেটটি দেওয়া হয়েছে।এখন Realme Narzo 10 এবং Realme Narzo 10A ব্যবহারকারিরা ওটিএ এ দ্বারা নিজেদের ফোন আপগ্রেড করতে পারবেন।

বহু ব্যবহারকারীর ফোনে হয়তো এই আপডেটটি আসেনি। আপডেট করার জন্য প্রথমে Settings এ যেতে হবে। সেখানে About Phone এর অপশনটি পেয়ে যাবেন। সেখানে গ্রাহক System Update নামে একটী অপশন পাবেন।

 Specification

Narzo 10A এর ৩ জিবি + ৩২ জিবি মডেলের দাম রাখা হয় ৮,৯৯৯ টাকা।প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে হিলিও G70 প্রসেসর। ফোনটির ৪জিবি+৬৪জিবি এর দাম রাখা হয় ৯,৯৯৯ টাকা। ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ এর ওপর কার্যকরি বলে জানা গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular