Homeএখন খবরবিশ্ব ধূমপান বিরোধী দিবসে নেশায় আসক্ত বলি তারকাদের চিনে নিন!

বিশ্ব ধূমপান বিরোধী দিবসে নেশায় আসক্ত বলি তারকাদের চিনে নিন!

Advertisement

খাবার নয়, রোজ ১০০ টি সিগারেট চাই তার, বিশ্ব ধূমপান বিরোধী দিবসে চিনে নিন নেশায় আসক্ত বলি তারকাদের। বলিউড মানেই কোকেন থেকে ড্রাগস; এই নাম গুলি যেন খুবই পরিচিত মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

তবে শুধু এগুলোই নয়, যে কোনও নেশারই যেন আঁতুড়ঘর বলিউড।  বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই মাদক কেসে নাম জড়িয়েছিল তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের। সকলেই গোপনে মাদক নিতেন। তবে ছেলেরাই শুধু নন, মেয়েরাও রীতিমতো পাল্লা দিয়ে গভীর নেশায় আসক্ত। ধূমপান ছাড়া যাদের এক মুহূর্ত চলে না। আবার অনেকে হয়তো ধূমপান ছেড়েছেন কোনও কারণবশত।

বলি সেলেবদের কারা রয়েছেন সেই তালিকায়;বিশ্ব ধূমপান বিরোধী দিবসে চিনে নিন বলিউডের চেন্স স্মোকারদের।

বলিউডের প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন দীর্ঘদিন ধরে ধূমপানের নেশায় আসক্ত। অনেকদিন ধরেই এই নেশা ছাড়ার চেষ্টা করছেন তিনি।বলিউডের কিং শাহরুখ খান ধূমপানে রীতিমতো গভীরভাবে আসক্ত। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন প্রতিদিন ১০০ টি করে সিগারেট তিনি খান।

বলিউডের এই বাদশা এমনকী খাবার খেতে ভুলে গেলেও নেশা করতে কখনওই ভোলেন না।

এছাড়া অভিনেতা রণবীর কাপুর মাত্র ১৫ বছর বয়সে ধূমপান শুরু করেছিলেন। এমনকী শুটিং চলাকালীন ধূমপানের জন্য একাধিকবার বিরতিও নেন অভিনেতা।পরিচালকরাও মাঝেমধ্যে বিরক্ত হয়েছেন তার এই অভ্যাসের কারণে।

Advertisement

Advertisement

RELATED ARTICLES

Most Popular