Homeএখন খবরফের রেকর্ড পতন সোনার দামে, সোনার চেয়েও নজর কেড়েছে রূপোর দাম

ফের রেকর্ড পতন সোনার দামে, সোনার চেয়েও নজর কেড়েছে রূপোর দাম

ওয়েব ডেস্ক : কঠিন সময়ে ফের সোনার দামে রেকর্ড পতন। সোমবার আবারও নিম্নমুখী সোনার দর। সোমবার এমসিএক্স সূচকে অক্টোবর গোল্ড ফিউচার্স-এ সোনার পতনের হার ০.০৪%। এর জেরে এদিন প্রতি ১০ গ্রাম সোনার দাম কমে দাঁড়াল ৫২,২০৭ টাকা। এর জেরে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ। তবে এদিন সোনার দামের থেকেও রূপোর দামের পতন নজর কেড়েছে। সোমবারের সূচকে রূপোর দাম বৃদ্ধি পেয়েছে ০.৩৫%। ফলে সোমবার কেজি প্রতি রুপোর দাম কমে দাঁড়িয়েছে ৬৭,৪০৩ টাকা।

এদিকে গত অধিবেশনে সূচকে সোনার দরের ১.৫% পতন হয়৷ এর ফলে বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম একদিনেই ৭৬০ টাকা কমে যায়। এদিকে গত মাসের তুলনায় চলতি মাসে ১০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় ৪,০০০ টাকা কমে যায়। তবে শুধুমাত্র ভারতে নয়, আন্তর্জাতিক বাজারেও এ দিন সোনার দামে উল্লেখযোগ্য পতন দেখা দিয়েছে। এর জেরেই এদিন ভারতের বাজারে সোনার দাম তুলনামূলক কম। স্পট গোল্ড সূচকে ০.২% পতনের ফলে প্রতি আউন্স সোনার দাম এই মূহুর্তে ১,৯৪১.৯০ ডলার। গত সপ্তাহের শেষে বিশ্ববাজারে সোনার দর প্রায় ৪.৫% বেড়েছে, যা স্বাভাবিকভাবেই মার্চ মাসের পরে বৃহত্তম।

সোনার চেয়েও বেশি দর পড়েছে রুপোর। সূচকে ৫.৫% পতনের জেরে প্রতি কেজি রুপোর দর ৪,০০০ টাকা পড়ে যায়। সূচকে ০.৬% পতনের জেরে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ২৬.২৫ ডলার। বর্তমানে সোনার দামে ওঠা-নামার কারণে স্বাভাবিকভাবেই সোনায় বিনিয়োগের হার অনেকটাই কমেছে। এই কারণে শুক্রবার বিশ্বের বৃহত্তম ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্ট-এ মজুত সোনার পরিমাণে ০.৩০% কমে দাম দাঁড়ায় ১,২৪৮.২৯ টন।

RELATED ARTICLES

Most Popular