Homeএখন খবরলকডাউনে সোনার দামে রেকর্ড পতন, করোনা আতঙ্কের মাঝেও স্বস্তিতা মধ্যবিত্ত

লকডাউনে সোনার দামে রেকর্ড পতন, করোনা আতঙ্কের মাঝেও স্বস্তিতা মধ্যবিত্ত

ওয়েব ডেস্ক : চলতি সপ্তাহে টানা সোনার দর ঊর্ধ্বমুখী হওয়ার পর বৃহস্পতিবার ফের নিম্নমুখী সোনা। বৃহস্পতিবার ভারতে একধাক্কায় অনেকটাই সস্তা সোনা। বৃহস্পতিবার এমসিএক্স সূচকে অক্টোবর গোল্ড ফিউচার্স-এ প্রতি ১০ গ্রামে ৩০০ টাকা কমে এই মূহুর্তে সোনার দাম দাঁড়াল ৫২,৩২০ টাকা। একই সাথে এ দিন স্পট গোল্ড সূচকে ০.৫% বৃদ্ধির ফলে বৃহস্পতিবার প্রতি আউন্স সোনার দাম দাঁড়ালো ১,৯৪০ ডলার। পাশাপাশি,এদিন রুপোর দামেও অনেকটাই পতনের দিকে এসেছে৷ সূচকে ০.৮% পড়ে যাওয়ার ফলে বৃহস্পতিবার প্রতি কেজি রুপোর দাম দাঁড়ালো ৬৭,৪৪০ টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সূচকে রুপোর দর ০.৮% বেড়েছে। এর জেরে এদিন প্রতি আউন্সের দাম যাচ্ছে ২৬.৯৪ ডলার। এবিষয়ে বিশেষজ্ঞদের দাবি, আমেরিকার ফেডেরাল রিজার্ভের বৈঠকের প্রভাবেই সোনার দামে বিপুল হারে পতন দেখা দিয়েছে৷ পাশাপাশি আরও মনে করা হচ্ছে, বাজারে করোনা ভ্যাক্সিন আসার সম্ভাবনা যতই বাড়ছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম তত কমছে৷ মনে করা হচ্ছে ভ্যাক্সিন বেরোনোর পর সোনার দামে আরও পতন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৫২,৩২০ টাকা। চেন্নাইতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১, ৫৭০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৬,২৫০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৯৯০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৯৯০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৮৬০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৬,৫৭০ টাকা।

আন্তর্জাতিক বাজারে চলতি বছর সোনার দাম ২৭% বৃদ্ধি পেয়েছে। গত ৭ অগস্ট স্পট গোল্ড সূচক রেকর্ড উঠার জেরে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছিল ২,০৭৫.৪৭ ডলার। তবে তার পর থেকে প্রতিদিনই সোনার দামের ওঠানামা অব্যাহত রয়েছে৷ তবে করোনা সংক্রমণ ছড়ানোর আতঙ্ক থাকলেও এই মূহুর্তে চড়চড়িয়ে সোনার দামে পতনে স্বাভাবিকভাবেই খুশি মধ্যবিত্ত।

RELATED ARTICLES

Most Popular