Homeএখন খবরস্বাধীনতা দিবসেই রেকর্ড! ২৫ লক্ষ ছাড়াল সংক্রমণ

স্বাধীনতা দিবসেই রেকর্ড! ২৫ লক্ষ ছাড়াল সংক্রমণ

ওয়েব ডেস্ক : ঘন্টা দুয়েক আগেই দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী দেশবাসীকে আত্মনির্ভর হতে বলেন। এদিকে এই মূহুর্তে করোনা আটকানোই সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। এই মূহুর্তে দেশের করোনা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সামাজিক দূরত্ববিধি, মাস্ক, স্যানিটাইজার, সরকারি সচেতনতার পরও কোনোভাবেই সংক্রমণের গতিকে বাগে আনা সম্ভব হচ্ছে না। স্বাধীনতা দিবসের সকালেও সংক্রমণে রেকর্ড গড়ল দেশ। শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই আক্রান্ত প্রায় ৬৫ হাজারের বেশি।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে সংক্রমিত হয়েছে ৬৫ হাজার ২ জন। যা গতকালের তুলনায় সামান্য বেশি। ফলে এপর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লক্ষ ২৬ হাজার ১৯৩ জন। তবে এদের মধ্যে প্রায় ১৮ লক্ষ ৮ হাজার ৯৩৭ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৫৭ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত চিকিৎসাধীন ৬ লক্ষ ৬৮ হাজার ২২০ জন।

তবে শুধুমাত্র আক্রান্ত নয় একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসে মৃত্যুর হার বেশ খানিকটা উদ্বেগজনক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৯৯৬ জন। ফলে এ পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮ হাজার ৪০ জন। তবে যদিও মৃত্যুর হারে এখনও বিশ্বের অনেক দেশের তুলনায় ভাল জায়গায় আছে ভারত।

RELATED ARTICLES

Most Popular