Homeএখন খবরকরোনা সংক্রমণ ও মৃত্যুতে স্বস্তি দেশ জুড়ে; বাড়ল সুস্থতার হারও

করোনা সংক্রমণ ও মৃত্যুতে স্বস্তি দেশ জুড়ে; বাড়ল সুস্থতার হারও

নিউজ ডেস্ক: মারাত্মক করোনার ভাইরাসের দ্বিতীয় ঢেউ-এর তান্ডব দেশে অব্যাহত রয়েছে। তবে নতুন কেস দিন দিন কমতে শুরু করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, গত ২৪ ঘন্টার মধ্যে দেশে ১ লক্ষ ৭৩ হাজার নতুন কেস এসেছে, যা গত ৪৫ দিনের মধ্যে সবচেয়ে কম। দেশে গত ২৪ ঘন্টায় ২ লক্ষ ৮৪ হাজার ৬০১ জন রোগী করোনামুক্ত হয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩,৬১৭ জন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, এ পর্যন্ত ২ কোটি ৫১ লক্ষ ৭৮ হাজার ১১ জন দেশে করোনায় সুস্থ হয়েছেন। এখন দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯০.৮০ শতাংশে। একই সময়ে, সাপ্তাহিক পজিটিভিটি হার এখন ৯.৮৪ শতাংশে চলে গেছে, যা টানা পাঁচ দিনে দশ শতাংশেরও কম রয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে যে গতকাল ভারতে করোনার ভাইরাসের জন্য ২০ লাখ ৮০ হাজার ৪৮০ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর পরে দেশে এখনও পর্যন্ত মোট ৩৪ কোটি ১১ লক্ষ ১৯ হাজার ৯০৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে,পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১২,১৯৩ জন এবং মৃত্যু হয়েছে ১৪৫ জনের। এরপর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩,৩১২৪৯ এবং মোট মৃত্যু ১৫,১২০ জনের। একদিনে সুস্থ হয়েছেন ১৯,৩৯৬ জন। এরপর সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯০.৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯,৩৯৬ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনামুক্তর সংখ্যা দাঁড়ালো ১২,১৮,৫১৬ জন।

RELATED ARTICLES

Most Popular