Homeটেক আপডেটরিলায়েন্স জিও-র ফের ধামাকা অফার, বিনামূল্যে মিলবে Hotstar সাবস্ক্রিপশন

রিলায়েন্স জিও-র ফের ধামাকা অফার, বিনামূল্যে মিলবে Hotstar সাবস্ক্রিপশন

ওয়েব ডেস্ক : নতুন নতুন প্ল্যান বা অফার মানেই আমাদের এককথায় যার কথা মনে পড়ে সেটি রিলায়েন্স জিও। গত কয়েকবছরে একাধিকবার নতুন নতুন কলিং ও ডেটার ধামাকা অফার এনে চমকে দিয়েছে গ্রাহকদের। এবারও সেই ধারাই বজায় রাখলো জিও। জিও-র নতুন প্ল্যানে ৬ মাস পর্যন্ত নতুন দুটি ডেটা প্যাক, সেই সাথে বিনামূল্যে মিলবে হটস্টার ভিআইপি-র সাবস্ক্রিপশনও।

রিল্যান্স জিও-র তরফে যে চারটি নতুন প্ল্যান বাজারে এসেছে সেখানে অন্যান্য সুবিধা ছাড়াও একবছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন দেওয়া হবে। এমনিতে এই সাবস্ক্রিপশন পেতে গেলে ৩৯৯ টাকা দিতে হবে। কিন্তু, জিও এক্ষেত্রে যে চারটি অফার ছেড়েছে সেগুকি রিচার্জ করলেই Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন একেবারেই ফ্রি।

সোমবার জিও-র তরফে ফের যে দুটি ডেটা ভাউচার প্যাক এনেছে সেখানেও Disney+ Hotstar সাবস্ক্রিপশন ও ডেটা সুবিধা পাবে গ্রাহকরা। এই দুটি প্ল্যান হল ১,০০৪ টাকা ও ১,২০৬ টাকার অ্যাড অন প্যাক।কি কি থাকছে এই প্ল্যানে?? চলুন দেখেনি-                                                              ১,০০৪ টাকার প্ল্যান : একবছরের জন্য অতিরিক্ত ডিসনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন অফার দেওয়া হবে। সেই সাথে থাকবে মোট ২০০ জিবি ডেটা। তবে এক্ষেত্রে কলিং বা এসএমএস এর সুবিধা থাকবে না। এই প্ল্যানটির বৈধতা ১২০ দিন।।                                                       ১,২০৬ টাকার প্ল্যান :একবছরের জন্য অতিরিক্ত ডিসনি প্লাস হটস্টার ভিআইপি ফ্রি সাবস্ক্রিপশন থাকছে। সেই সাথে থাকবে ২৪০ জিবি ডেটা। কিন্তু বৈধতা শেষ হয়ে গেলে ডেটা বেনিফিট আর পাওয়া যাবে না। এর বৈধতা থাকবে ১৮০ দিন। তবে শুধুমাত্র ১,০০৪ কিংবা ১,২০৬ টাকার প্ল্যানেই নয় সেই সাথে ৬১২ টাকা ও ১,২০৮ টাকার প্ল্যানেও জিও-র তরফে বেশ কিছু অফার দেওয়া হয়েছে।

৬১২ টাকার প্ল্যান:এই প্ল্যানে ১২ মাস Disney+ Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। সাথে মিলবে মোট ৭২ জিবি ফ্রি ডেটা। এছাড়া জিও থেকে অন্য নেটওয়ার্কে কলের জন্য থাকবে ৬,০০০ মিনিট।                             ১,২০৮ টাকার প্ল্যান: এই প্ল্যানটিতেও ১২ মাসের জন্য Disney+ Hotstar ভিআইপি সাবস্ক্রিপশন ফ্রি পাওয়া যাবে। সাথে মোট ২৪০ জিবি ডেটা মিলবে। এই প্ল্যানের সময়সীমা থাকবে ২৪০ দিন।

RELATED ARTICLES

Most Popular