Homeএখন খবরবালি মাফিয়ার দাপট, হেলদোল নেই প্রশাসনের, পথ অবরোধে গোপীবল্লভপুরের ক্ষুব্ধ জনতা

বালি মাফিয়ার দাপট, হেলদোল নেই প্রশাসনের, পথ অবরোধে গোপীবল্লভপুরের ক্ষুব্ধ জনতা

অটো দাঁড় করিয়ে অবরোধ 

নিজস্ব সংবাদদাতা: প্রশাসনকে বারবার জানিয়েও লাভ হয়নি। বালি মাফিয়াদের দাপটে বিধস্ত রাস্তা। বিপর্যস্ত যাতায়ত ব্যবস্থা। বাধ্য হয়ে পথ অবরোধে নামল অটো চালক থেকে শুরু করে সাধারন জনতা। শনিবার সকালে শুরু হওয়া এই অবরোধের জেরে গোপীবল্লভপরের ছাতিনাশোল থেকে আলমপুরগামী রাস্তায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এলাকার মানু্ষের বক্তব্য, প্রতিদিন সুবর্ণরেখা নদী থেকে বালি বোঝাই শয়ে শয়ে লরি ট্রাক্টর যায় এই আলমপুর রাস্তা দিয়ে। এই সব বালি বহন কারী যানগুলি এতটাই ওভারলোড থাকে যে মাত্র দু’বছর আগে এই রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক প্রকল্পের অধীনে কাজ শেষ হয়ে যাওয়া এই রাস্তাটি পুরোপুরি মাটির রাস্তায় পরিনত হয়েছে। ভেজা বালির জল পড়ে রাস্তা এখন কাদা আর পাঁকে মাখামাখি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মানু্ষের আভিযোগ  এই রাস্তাটি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আলমপুর ৬ নম্বর অঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রায় ৮ থেকে ৯ টা গ্রামের মানুষ প্রতিদিন ব্লক অফিস কিংবা ব্যবসার প্রয়োজনে ব্যবহার করেন। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে এই রাস্তাই ব্যবহার করতে বাধ্য হয়। এই  রাস্তা বর্তমানে এতটাই খারাপ যে প্রতিদিনই কোনও না কোনও দুর্ঘটনা অথবা রাস্তার জল কাদায় জামা কাপড় নষ্ট হচ্ছে।

প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা 

শুধুই তাই নয়, ক্ষুব্ধ এলাকাবাসীদের আরও অভিযোগ যে, রাতবিরেতে আপৎকালীন প্রয়োজনে হাসপাতাল কিংবা চিকিৎসা জনিত কারণে প্রয়োজন পড়লে গাড়ি ভাড়া করলে গাড়ির মালিক গাড়ি দিতে চাইছেন না। অবরোধে সামিল অটো চালকরা জানিয়েছেন, ‘আমাদের জীবিকা এই অটোর ওপর নির্ভরশীল কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অটো চালানোই অসম্ভব হয়ে পড়েছে ফলে জীবন জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গোপীবল্লভপুর এর সুবর্ণরেখা তীরবর্তী এলাকায় যাঁরা সবজি চাষ করেন তাঁরা বলেন, ” আমাদের ভোর বেলায় প্রায় অন্ধকারে সবজি তোলার পর তা বাজারে নিয়ে আসতে হয়। সাইকেলই আমাদের একমাত্র ভরসা। এই কাদা রাস্তায় সাইকেল চলতে চায়না। অনেক সময়ে পড়ে গিয়ে সবজি এবং শরীরের ক্ষতি হয়েছে। টোপগেড়িয়া,পিড়াশিমূল গ্রামের সবজি চাষিরা বলেন রাস্তার জন্যই সময়মত বাজারে না পৌঁছাতে পারায় আয় কমে যাচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মানু্ষের এই দুর্বিসহ অবস্থার কথা মেনে নিয়ে আলমপুর গ্রাম পঞ্চায়েতের  উপপ্রধান ভূদেব পাত্র বলেন- ‘হ্যাঁ সত্যি অবস্থা খারাপ মানু্ষের। গুরুত্বপূর্ণ এই রাস্তার অবস্থা নিয়ে অনেক আগে ব্লকের বিডিও সাহেবকে জানিয়েছি। এই রাস্তা মেরামত বা বালি গাড়ি নিয়ন্ত্রন একমাত্র ব্লক প্রশাসনই করতে পারে।  ‘

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার সকাল ৬টা থেকে রাস্তা অচল করে দিয়ে  অবরোধকারীরা জানিয়েছেন, বালি গাড়ি চলাচল বন্ধের ঘোষনা যতক্ষননা প্রশাসন করবে ততক্ষন অবরোধ চলবে। ঘটনার ৫ঘন্টা পেরিয়ে গেলেও এলাকায় পৌঁছাননি পুলিশ বা প্রশাসনের কোনও কর্তা। 

RELATED ARTICLES

Most Popular