Homeসাহিত্যরবিয়াণীকবির শরীর - ১০

কবির শরীর – ১০

✒️কলমে: আশিস মিশ্র

কবির শরীর চলে গেলে সে তোমার
মোহজালে আর ধরা দেয় না; হোমার
বেঁচে আছে? মহাকাব্যে বিষাদের ছায়া–
আর দীর্ঘ কাব্য নয়; দীর্ঘতম কায়া
ফেলে রেখে চলে যায় ব্যাসদেব,এবং
কালিদাস ; বাল্মীকির ঘুম পায়;ঢং ঢং
বাজছে মস্কোর ঘড়ি –ছড়ি হাতে নিয়ে
রাস্ট্র নায়কের লোভ–এবার বিছিয়ে
দিচ্ছে সাদা থান,লাশ-ফুল কার অঙ্গে?
সাত সাগরের থেকে উন্মাদ তরঙ্গে
জাগে কবির শরীর –মুছে যায় দিন–
লেনিন লেনিন, বলো স্টালিন স্টালিন —
কেউ শোনে না, স্তাবক -ভাষ্য, ডিসকোর্স
বদলে চলেছে,প্রকাশের কতো সোর্স
এখন–সবুজ পৃথিবী শুনছে গান–
কবির শরীরে ফুটে আছে রাস্ট্র-ধান;
কে তুমি নির্বোধ, আমাকে আঘাত করো?
ঘরের মরণ হলে জন্মেছে ঘরও…

RELATED ARTICLES

Most Popular