Homeসাহিত্যরবিয়াণীসপ্তদ্বীপা অধিকারীর দুটি কবিতা

সপ্তদ্বীপা অধিকারীর দুটি কবিতা

✍️কলমে: সপ্তদ্বীপা অধিকারী

<<<<চোখ>>>>

চোখ হরিণীর অশরীরী সখ্যতা ভাঙে বুক
যে চোখে চোখ রেখে ভুলেছি সকল সত্য
নিভিয়েছি সামাজিক যত লাঞ্ছনা
চোখে মিনতি তবু বুঝেছি চোখে রেখে চোখ
তখনো বুঝিনি আমি ধৃতরাষ্ট্র সাজা দেখে
গান্ধারী -জীবন তবু করে গেছি পার…
আজ বৈতরণি তীরে এসে হইলো ঠাওর
অন্ধকার জীবনী এক লেখা হলো কার?

<<<<দস্তখত>>>>

সপ্তদ্বীপা অধিকারী

আমার চোখের তারাতেই ভাসে তোমার প্রতিবিম্ব
তোমার চুপকথারা আত্মাকে নিংড়ে নিয়ে
সাজিয়েছে কেমন
ঠোঁটের আনুগত্য…
তুমি ফুল ছুঁড়েছো বৃন্তকে অশালীন করতে…
ফলতঃ প্রতিটি ইচ্ছেরা নীরবে ভিজতে ভিজতে
নিয়ন আলোতেও মাখিয়েছে গাঢ় কুয়াশা…
ভাটিয়ালি সুরে ভেসে গেছে অহমিকারা
এইসব ফুল,সুর,স্বীকারোক্তি দেখো কেমন গোপবালিকাদের মতো করেছে বস্ত্রহীন…
জেনে রাখো,তোমাকে চেনাতে তাই কোনো দস্তখতের প্রয়োজন হবে না আর।

RELATED ARTICLES

Most Popular