Homeসাহিত্যরবিয়াণীবিদ্যুৎ মিশ্র দুটি কবিতা

বিদ্যুৎ মিশ্র দুটি কবিতা

✍️কলমে: বিদ্যুৎ মিশ্র

সকাল

অনেক বেলা করে এই সবে ঘুম ভেঙেছে আমার
এখন এক পেয়ালা চা খেয়ে বেরিয়ে পড়ার পালা,
তুমি শুধু অবাক হয়ে দেখো পাতায় পাতায় ছড়িয়েছে
সূর্যের লাল থাবা। রাস্তার দুই ধারে ব্যস্ত মানুষের ভীড়।

খবরের কাগজ হাতে লোকতন্ত্র সংকটে।
সব কিছুই চোখের
উপর একটা আবরণ ঢেকে আছে
স্পষ্ট দেখা যায়। তবু
সূর্য উঠলে ব্যস্ত হয়ে পড়ে সমস্ত শহর।

মানুষ

হঠাৎ করে বদলে যাওয়া মানুষগুলো ভীষণ প্রিয় হয়।
ঠিক যেমন শূন্যতার মাঝে আচমকা
ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়
সারাজীবন পাশে থাকার অঙ্গীকার করে
জীবনটাকে রঙিন গড়ে তুলে
এক ঝাঁক প্রজাপতির মতো
বেঁচে থাকার প্রতিটা মুহুর্ত
ভীষণ মূল্যবান মনে হয়।
আর ঠিক তখনি সেই মানুষটি লুকিয়ে পড়ে
আসলে কেউ হারিয়ে গেলে এত কষ্ট হয় না।
চোখের কাছে থেকে যখন মানুষটা
ধীরে ধীরে বদলে যেতে থাকে
প্রাণপণ চেষ্টা করেও তাকে ধরে রাখা যায় না।
সেই মুহুর্ত গুলো সহ্য হয় না।
কিছু মানুষ দিব্যি পাশ কাটিয়ে চলে যায়
অচেনা মুখগুলির মতো বোঝা যায় না।

RELATED ARTICLES

Most Popular