Homeসাহিত্যরবিয়াণীরহস্য তলিয়ে যায়

রহস্য তলিয়ে যায়

✍️কলমে: হীরক  বন্দ্যোপাধ্যায়

ভাঙা নৌকো বয়ে চলেছে নদী সমুদ্রে মেশার তাড়ায়, দিনের আলো রাতের অভিসন্ধিতে
ভেসে চলেছে উদাসীনতায়
জল আর ছায়াবৃত্তে ডাঙা নেই
মঙ্গলে এখনো জীবনের ভীড়।

রহস্যে তলিয়ে যাচ্ছে শিশু নারী মেঘহীন আকাশমানব দৃশ্য অদৃশ্যের মাঝে আমাদের
পরিচয় হলো আজ ,এখন আমি তোমাকে
কীভাবে বোঝাই ? অমরত্বের দিকে দৌড়েছিল
যারা একদিন, তারা এখন চন্দ্রবিন্দু
বিসর্গের মাঝখানে দেহহীন এই সফর বলেই এখনো দেখতে পাচ্ছি
একজোড়া সোমত্থ নারী -পুরুষ অন্ধকার আকাশের তলায় সিল‍্যুট হয়ে গেছে।

একটা ব‍্যথার বৃত্ত একটি ট্রাপিজিয়ামের দিকে হাজার বছরের দৌড় ,একটি সমকোণী ত্রিভুজের কাছাকাছি পোড়োবাড়ি আর অতীত
আ্যলবামগুলোর উপর নীল রঙের যন্ত্রণা
তবুও এখনো বৃষ্টি পড়ছে
গাছ পাতা ঝরাচ্ছে
বরফকে বরফ বলতে ভুল হচ্ছে না
এতেই আমার স্বস্তি মাষ্টারমশাই….

RELATED ARTICLES

Most Popular