Homeসাহিত্যরবিয়াণীসোহাগিনী দুঃখ

সোহাগিনী দুঃখ

✍️কলমে: বিধানেন্দু পুরকাইত

দুঃখগুলো যেমন আসে
একটু আসতে দে
দুঃখ এলে বুঝবি কেমন
ছিলিস আনন্দে।

জল থৈ থৈ জীবন নামে
হেলেদুলে চল
কে আর তাকায় কারোর দিকে
তাকানো নিষ্ফল।

ঝিম ঝিম ঝিম জীবন যখন
ঝিমিয়ে পড়ে গায়
তখন কেন দাঁড়িয়ে থাকা
মজা এ গঙ্গায়!

আয় আয় আয় সরোসিনী
তোর গতরে বাঁচি
দুঃখ যে আজ সোহাগিনী
কে আর সাথে যাবি!

RELATED ARTICLES

Most Popular